ইনসাইড গ্রাউন্ড

চলতি মাসে ব্রাজিল ও আর্জেন্টিনার যত ম্যাচ


প্রকাশ: 21/07/2023


Thumbnail

নিউজল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যৌথভাবে শুরু হয়েছে নারী বিশ্বকাপ ফুটবল। প্রথমবারের মত ৩২টি দল নিয়ে আয়োজিত হচ্ছে ফুটবলের এই সর্বোচ্চ আসর। নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবারের বিশ্বকাপ সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। চলমান নারী বিশ্বকাপে অংশ নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনাও। 

এবারের বিশ্বকাপে ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত তিনটি ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ আট দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

চলমান নারী বিশ্বকাপে গ্রুপ এফ'তে রয়েছে ফ্রান্স, জ্যামাইকা, ব্রাজিল, পানামা। অন্যদিকে, গ্রুপ জি'তে আর্জেন্টিনার সঙ্গী সুইডেন, দক্ষিণ আফ্রিকা ও ইতালি। 

নারী বিশ্বকাপে চলতি মাসেই একাধিক ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। জুলাইয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের দুইটি করে ম্যাচ খেলবে তারা। ২৪ জুলাই নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল লড়বে পানামার বিপক্ষে, আর আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতালি। 

২৮ জুলাই আর্জেন্টিনা লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২৯ জুলাই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল লড়বে ফ্রান্সের বিপক্ষে। এছাড়া নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২ আগস্ট ব্রাজিলের প্রতিপক্ষ জ্যামাইকা, যেখানে আর্জেন্টিনা লড়বে সুইডেনের বিপক্ষে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭