ইনসাইড গ্রাউন্ড

হিজাব পরে বিশ্বমঞ্চে রেফারিতে অভিষেকের অপেক্ষায় ফিলিস্তিনের হেবা


প্রকাশ: 21/07/2023


Thumbnail

হিজাব পরে নারী বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনের হেবা সাদিয়া।

প্রথম ফিলিস্তিনি হিসেবে নারী বিশ্বকাপের ম্যাচ পরিচালনার ইতিহাস গড়তে চলেছেন হেবা সাদিয়া; যা এর আগে করে দেখাতে পারেননি দেশটির কোনো পুরুষও।

৩৪ বছর বয়সি হেবার জন্ম ফিলিস্তিনে হলেও বড় হয়েছেন সিরিয়ায়। পড়াশোনা করেছেন খেলাধুলার ওপর। নিজের স্বপ্ন পূরণের পথে পোড়াতে হয়েছে বহু কাঠখড়।

ফিলিস্তিনের নারী রেফারি হেবা সাদিয়ে বলেন, লক্ষ্য পূরণ হয়েছে, আমি খুবই খুশি। তবে এজন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাকে। কখনও রাস্তায়, কখনও পার্কিং এরিয়াতে প্র্যাকটিস করেছি। সচেতন থেকেছি ফিটনেস নিয়ে। তবে, কঠিন সময়ে সঠিকভাবে গাইডলাইন দেয়ার জন্য পাশে কেউ ছিলো না। নারী রেফারি বলে অনেকেই আমাকে সহজভাবে নিতো না। ঘৃণারও স্বীকার হতে হয়েছে।

সিরিয়ায় যুদ্ধ শুরুর পর, ২০১২ সালে চলে যান মালয়েশিয়ায়। হেবার ভাগ্য বদলের শুরু সেখান থেকে। চার বছর পর জাতিসংঘের পুনর্বাসন কর্মসূচীর অংশ হিসেবে পরিবারসহ পাড়ি জমান সুইডেনে। তবে ভুলে যাননি নিজের পরিচয়। হিজাব পরে, অদম্য মনোবল নিয়ে রেফারি হিসেবে কাজ শুরু করেন নারী ও পুরুষ লিগে।

পরের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার। এএফসি কাপ, এশিয়ান কাপ, বিশ্বকাপ বাছাইপর্ব ও টোকিও অলিম্পিকের পর এবার ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন বিশ্বকাপে। পূর্ণতা পাচ্ছে ক্যারিয়ার।

ফিলিস্তিন এই নারীর সঙ্গে দেখা হয়েছে বাংলাদেশেরও। ২০২০ অলিম্পিক বাছাইয়ে মিয়ানমারের সঙ্গে লাল-সুবজের ম্যাচে সহকারি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন হেবা সাদিয়ে।শিখরে উঠলেও শেকড় ভুলে যাননি হেবা। কাজ করছেন ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭