কালার ইনসাইড

চলে গেলেন কিংবদন্তি পপ শিল্পী টনি বেনেট


প্রকাশ: 22/07/2023


Thumbnail

চলে গেলেন কিংবদন্তি মার্কিন পপ সঙ্গীত তারকা টনি বেনেট। মৃত্যুকালে টনির বয়স হয়েছিল ৯৬ বছর।

শুক্রবার (২১ জুলাই) সকালে নিউইয়র্কে মারা যান তিনি। টনি বেনেটের মুখপাত্র সিলভিয়া ওয়েনার শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

২০১৬ সাল থেকে আলঝেইমার (স্মৃতিবিভ্রম জাতীয় রোগ) রোগে ভুগছিলেন শিল্পী, অসুস্থতা নিয়েও পারফর্ম করে গেছেন তিনি। তবে তার পরিবারের পক্ষ থেকে রোগাক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা হয় ২০২১ সালে।

যুক্তরাষ্ট্রে ইতালির একটি অভিবাসী পরিবারে ১৯২৬ সালে টনির জন্ম। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন এই গায়ক। ১৯৫২ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম।

আট দশকে ২০টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন টনি। ১৯৬২ সালে মুক্তি পায় তার অন্যতম জনপ্রিয় গান ‘আই লেফট মাই হার্ট ইন সান ফ্রান্সেসকো’।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭