ওয়ার্ল্ড ইনসাইড

মেক্সিকোতে বার থেকে বের করে দেওয়ায় অগ্নিসংযোগ, নারীসহ নিহত ১১


প্রকাশ: 23/07/2023


Thumbnail

নারীদের সঙ্গে বাজে ব্যবহার করায় মেক্সিকোর একটি বার থেকে এক ব্যক্তিকে বের করে দেওয়ায় ক্ষোভের জেরে বারটিতে অগ্নিসংযোগ করেন সেই ব্যক্তি। এই ঘটনায় নারীসহ ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও কয়েকজন।

রোববার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোতে এক ব্যক্তি বারে আগুন ধরিয়ে দেওয়ার পর ১১ জন নিহত হয়েছেন। অভিযুক্ত ওই ব্যক্তিকে বার থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছিল। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে উত্তর আমেরিকার এই দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

রাজ্যের প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে বারটিতে অগ্নিসংযোগ করা হয়। আগুনে সাতজন পুরুষ ও চারজন নারী নিহত হন। আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসিকিউটর দপ্তর আরও জানায়, নারীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করায় হামলাকারীকে বার থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে ওই ব্যক্তি ফিরে আসেন এবং বারের দরজা লক্ষ্য করে মলোটভ ককটেল জাতীয় দাহ্য বস্তু নিক্ষেপ করেন।

এই ঘটনাটি কোনো পরিকল্পিত বা সংগঠিত অপরাধের সাথে সম্পর্কিত কিনা তা এখনও স্পষ্ট নয়। মূলত এই ধরনের অপরাধ কর্মকাণ্ডে বছরের পর বছর ধরে জর্জরিত মেক্সিকো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭