ওয়ার্ল্ড ইনসাইড

চীনে স্কুলের ছাদ ধসে নিহত ১০


প্রকাশ: 24/07/2023


Thumbnail

চীনে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার এলাকায় একটি স্কুল জিমের ছাদ ধসে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে একজন। স্থানীয় সময় রোববার গভীর রাতে এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চারজনকে মৃত উদ্ধার করা হয়। বাকি ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়।

প্রতিবেদনে প্রচারিত একটি ফুটেজে দেখা গেছে, জিমের পুরো ছাদ ধসে পড়েছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে কাজ করছেন।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণকর্মীরা ছাদে পার্লাইট রেখেছিলেন, ভারী বৃষ্টির কারণে এটি প্রসারিত হয়, যা ছাদ ধসে পড়ায় ভূমিকা রাখে।

এ ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭