ইনসাইড বাংলাদেশ

ড. কামালকে চান বেগম জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/03/2018


Thumbnail

বেগম জিয়া বললেন,‘ আপনারা যদি বিক্রী না হন, তাহলে হাইকোর্টে আমি ন্যায় বিচার পাবো। কিন্তু আমার তো ভয় আপনাদের নিয়ে। আপনাদের আরো সিরিয়াস হতে হবে।’ গতকাল বৃহস্পতিবার ৫ আইনজীবীর সঙ্গে কারাগারে সাক্ষাতকালে বিএনপি চেয়ারপার্সন ঐ মন্তব্য করেন। সাবেক অ্যার্টনি জেনারেল মোহাম্মদ আলীর নেতৃত্বে ৫ জন আইনজীবী বৃহস্পতিবার বিকেলে নাজিমউদ্দিন রোডে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন। বেগম জিয়ার কারান্তরীন হওয়ার একমাসের মধ্যে এটাই আইনজীবীদের সঙ্গে তার প্রথম বৈঠক। এর আগে গত বুধবার বেগম জিয়া তার দলের আট সিনিয়র নেতার সঙ্গে বৈঠক করেছেন।

মূলত: আইনজীবীরা তার জামিন প্রক্রিয়া এবং অন্যান্য মামলাগুলোর অবস্থা বেগম জিয়াকে ব্যাখ্যা করেন। বেগম জিয়া বলেন,‘আইনজীবীদের সমন্বয়ের ঘাটতি আছে। একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করছে। এতে আমার ক্ষতি হচ্ছে।’

তিনি প্রতিটি মামলার জন্য আলাদা আলাদা টিম করার পরামর্শ দেন। বৈঠকের শেষদিকে বেগম জিয়া বলেন,‘সরকার আপনাদের নানা প্রলোভন দেখাবে। এসব প্রলোভনে পা দিবেন না। তাহলে আমার চেয়ে আপনাদের ক্ষতিই বেশি হবে।’

বেগম জিয়া ড. কামাল হেসেনের মতো প্রবীন আইনজীবীদের এই মামলায় সম্পৃক্ত করতে বলেছেন। 


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭