লিট ইনসাইড

ইচ্ছে পুতুল


প্রকাশ: 24/07/2023


Thumbnail

ইচ্ছে করে স্বাধীনতা ছিনিয়ে আনি আপন আলোয় ,
জনম জনম ধরে রাখি  দু’হাতের মুঠোয় ।
যারা মোদের পর্নোগ্রাফির পণ্য
বানায়,
ইচ্ছে করে তাদের ধরিয়ে দেই পাপ-পূণ্যের ঐ  দূর পাল্লায় ।
স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার-কথায় ,চিন্তা-চেতনায় ,পোশাকে,ইচ্ছায় প্রকাশ পায়, সুসভ্যতা ছড়ায় মানবিকতায় ।
এ মানবিকতার যুগে কী অপরাধ করেছিলো অভিনেত্রী আফসানে বায়েগান ?
চৌহাত লম্বা হিজাব ছাড়িয়ে চার ইঞ্চির হ্যাট পরেছিল ?
পর্নোগ্রাফির টপ ফাইভ ইরান তাকে কী কী  দিয়েছিল ? 
মানসিক রোগীর তকমা ,চিকিৎসা সার্টিফিকেট, দু’বছরের কারাভোগ , অমানবিকতার নির্লজ্জ দৃষ্টান্ত ?

এ পৃথিবীর রূপ-রস -রং-গন্ধ-আলো-বাতাস প্রতিটি মানুষের।
এসব ছুঁয়েই মানুষ বেড়ে ওঠে,
এসবে ভালোবাসার অধিকার সবার ,
সেজন্যই প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি,
তাহলে শুধুই নারীর অঙ্গের পাপ-পূণ্য কেন ? অপরাধ কেন ? এসবের কেন নেই স্বাধীনতা ?
বিশ্বময় নারীকে কেন পর্নোগ্রাফিতে ঢুকতে হবে ?
নারীকে কেন কালো কাপড়ের অন্ধকারে ডুবতে হবে ?
শুধুই নারীর অঙ্গ কেন যৌনাঙ্গ হিসেবে গণ্য হবে ?
নারীর চোখ ,কপোল তার মস্তক ,খোলা চুল তার নখ তার পায়ের পাতা তার ছুটে চলা পথের ধুলো কেন যৌনাঙ্গ হিসেবে গণ্য হবে ?
সুসভ্য পৃথিবীতে মানুষের অধিকার নিয়ে কেন সে মানুষ হবে না ?
মানুষ হতে আর কতদিন লাগবে ?
কেন মুখাআগ্নি প্রদক্ষিণে একজন নারী শেষবারের মতো তার প্রিয়জনকে দেখতে পাবে না ?
কেন একজন মা তার সন্তানের কবরে যেতে পারবে না ?
হে বিশ্ব জগতের নারী ,
তুমি নিজেকে কালো আবরণের অন্তর্জালে আর বন্দী করো না।
হে জননী ,
তুমি তো শিক্ষিত হবে ,তবেই তো দিবে শিক্ষিত জাতি।
তুমি শিক্ষার আলোয় মায়া-মমতা-ভালবাসায় পৃথিবীর সমস্ত সন্তানের , সমস্ত নারী-পুরুষের হবে আলোকবাতি ।
আর কতদিন-কতদূর-কতশত ক্রোশ ছুটলে হে নারী , তুমি হবে মানুষ ?


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭