ইনসাইড বাংলাদেশ

‘বাহাস’ বন্ধ করতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/03/2018


Thumbnail

মন্ত্রীদের একে অন্যের বিরুদ্ধে বক্তব্যে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। দলের সিনিয়র মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে বললেন,‘এভাবে কাদাছোড়াছুড়িতে কার লাভ। কথাবার্তায় আমাদের সংযত হতে হবে। বিতর্ক যা করার তার জন্য ক্যবিনেট মিটিং আছে। একনেক আছে। কিন্তু পাবলিকলি একে অন্যের বিরুদ্ধে কথা বলার দরকার কি? বৃহস্পতিবার একনেকের বৈঠকের পর অর্থমন্ত্রীকে ডেকে প্রধানমন্ত্রী এই পরামর্শ দিয়েছেন। সরকারের একাধিক ঘনিষ্ঠ সূত্র এ খবর জানিয়েছেন।

সূত্রমতে অর্থমন্ত্রী স্বীকার করেছেন তিনি একটু ‘ইমোশনাল’ হয়ে পড়েছিলেন। কিন্তু মন্ত্রীদেরও পাবলিকলি এভাবে অর্থমন্ত্রনালয়ের বিরুদ্ধে বিষোদগার করা উচিত হয়নি। এ ব্যাপারেও প্রধানমন্ত্রী একমত পোষন করেন। তিনি বলেন,‘ আমি সবাইকেই বলবো সরকারের নীতি এবং কৌশল নিয়ে বিতর্কের জায়গা আছে। সেখানে এই বিতর্ক করতে হবে।’

একই সাথে, বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের অগ্রগতি নিয়েও প্রধানমন্ত্রী বিরক্ত প্রকাশ করেন। তিনি কাজের গতি বাড়ানোর তাগিদ দেন।

উল্লেখ্য ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে পাট প্রতিমন্ত্রী এবং অর্থমন্ত্রী মুখোমুখি অবস্থান নেন। তারা মিডিয়ার সামনে তর্কযুদ্ধে জড়িয়ে পরেন।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭