কালার ইনসাইড

বিনামূল্যে দেওয়া হবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ৫০ হাজার টিকিট!


প্রকাশ: 25/07/2023


Thumbnail

প্রায় আট বছর পর পূর্ণাঙ্গ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা করন জোহর। মাঝে অবশ্য দুটি অ্যান্থলজি ফিল্মের কাজ করেছিলেন। তবে একক নির্মাতা হিসেবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা শেষ মুক্তি দিয়েছিলেন ২০১৬ সালে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। লম্বা সময় পর আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে তার নির্মিত নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। অভিনয়ে আছেন রণবীর সিং ও আলিয়া ভাট।

মুক্তি উপলক্ষে চলছে জোর প্রচারণা। ইতোমধ্যে গান, ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেটা থেকে আঁচ করা যায়, করন তার চেনা ঢঙে প্রেম ও পারিবারিক বন্ধন ইস্যুতে ছবিটি বানিয়েছেন। এই ঘরানায় তিনি বরাবরই সফল। তাই এবারও দর্শকের প্রত্যাশা উঁচুতে।

এদিকে মুক্তির আগেই বাজেটের সিংহভাগ তুলে ফেলেছে ছবিটি। ১৭৮ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এর মধ্যে ৯০ শতাংশ অর্থই উঠে এসেছে টেলিভিশন, ডিজিটাল ও মিউজিক স্বত্ব বিক্রির মাধ্যমে। ফলে এই ছবি থেকে যে করনকে লোকসান গুনতে হবে না, তা আপাতত নিশ্চিত। যদিও সিনেমার ফ্লপ/হিট তকমা আসে বক্স অফিস কালেকশন অনুসারে। যেটার জন্য প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি জরুরি।

তাই একটি কৌশল অবলম্বন করছেন সংশ্লিষ্টরা। তারা চাইছেন ছবিটির প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে। তাই বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে মিলে বিনামূল্যে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভারতের প্রথম সারির কয়েকটি ব্র্যান্ড এগিয়ে এসেছে এই প্রকল্পে। কাজারিয়া, পেপসির মতো ব্র্যান্ডগুলো তাদের ভোক্তাদের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ফ্রি টিকিট দেবে। যদিও কতগুলো টিকিট দেওয়া হবে, সেটা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, সংখ্যাটি ৫০ হাজারের বেশি!

বিষয়টি নিয়ে ছবির এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, “খুব কম সিনেমা পুরো পরিবার মিলে দেখতে পারে, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সেরকমই একটি ছবি। এজন্য কয়েকটি ব্র্যান্ড তাদের ভোক্তাদের ফ্রি টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে। এছাড়া ধর্মা প্রোডাকশন ও রণবীর সিং মিলে ভারতের বেশ কিছু কলেজের শিক্ষার্থীর সঙ্গে ছবিটি দেখবেন। যাতে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে অন্যদের মাঝে।”

উল্লেখ্য, এই সিনেমায় রণবীর-আলিয়া ছাড়াও আছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, টোটা রায় চৌধুরী, চূর্ণী গাঙ্গুলিসহ অনেকে। অতিথি চরিত্রে দেখা দেবেন বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে, সারা আলি খান ও জাহ্নবী কাপুর।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭