ওয়ার্ল্ড ইনসাইড

অন্তরালে থাকা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে সরিয়ে দিল চীন


প্রকাশ: 25/07/2023


Thumbnail

পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং প্রায় এক মাস লোকচক্ষুর অন্তরালে থাকার পর তাকে সরিয়ে দিল চীন। গত ২৫ জুন তাকে সর্বশেষ দেখা গিয়েছিল। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিভাগের প্রধান ওয়াং ই।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে তাকে সরিয়ে দেয়ার কোনো কারণ জানায়নি সংবাদমাধ্যমটি।

যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত হিসেবে সংক্ষিপ্ত দায়িত্ব পালনের পর ২০২২ সালের ডিসেম্বরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান কিন। পররাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর থেকে তাকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশ্বস্ত সহযোগী হিসেবে দেখা হচ্ছিল।

তবে পররাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর আবারও কাউকে সে দায়িত্বে ফিরিয়ে নিয়ে আসা চীনের ইতিহাসে বিরল ঘটনা। এর আগে ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর পর চীনা কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিভাগ সামলাচ্ছিলেন ওয়াং ই। ওই ভূমিকায় যাওয়ার পর থেকেই চীনের অন্যতম শীর্ষ কুটনৈতিকে পরিণত হন তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭