ইনসাইড বাংলাদেশ

রুপিতে কেনা পণ্য আমদানির প্রথম চালান বেনাপোল বন্দরে


প্রকাশ: 26/07/2023


Thumbnail

ভারতীয় রুপিতে কেনা আমদানিকৃত পণ্য চ্যাসিসের প্রথম চালান পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

 

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় ৩৬ টি চ্যাসিস ভারত থেকে আমদানি করা হয়। যার আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশের মেসার্স নিতা মটরস কোম্পানী লিমিটেড। এবং রপ্তানিকারক প্রতিষ্ঠানটি হলো ভারতের টাটা মটরস লিমিটেড। দক্ষিন ২৪ পরগনা কলকাতা।

 

জানা যায়, ডলার সংকট এবং ডলারের উচ্চমূল্যের কারনে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি কমতে শুরু করে। পরে দু'দেশের বানিজ্যে গতিশীতা বাড়াতে এবং পন্যের চাহিদা মেটাতে উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে আজ রুপিতে পরিশোধ যোগ্য পন্যের প্রথম চালান বেনাপোল বন্দরে পৌঁছেছে।

 

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, রুপিতে আমদানিকৃত পন্যের প্রথম চালান আজ পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এখন থেকে পর্যায়ক্রমে রুপি ক্রয়কৃত পন্যের আমদানি বাড়বে বলে তিনি জানান। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭