ইনসাইড বাংলাদেশ

আন্দোলনরত শিক্ষকদের আজই বাড়ি ফেরার নির্দেশ শিক্ষামন্ত্রীর


প্রকাশ: 26/07/2023


Thumbnail

মাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আজই বুধবার (২৬ জুলাই) ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরে যেতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ নির্দেশ দেন।

তিনি বলেন, আমি অবশ্যই বলছি, আজকেই তারা যেন ফিরে যান। আমরা তো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে কাজ শুরু করেছি। এরপর যদি তাদের কোনো চাওয়া থাকে, তাহলে পরে অবশ্যই (আন্দোলনে) আসতে পারেন। কিন্তু ২৭ তারিখ এখানে একটা সমস্যা হতে পারে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। তাই আজই তাদের ফিরে যেতে বলছি।

দীপু মনি বলেন, আপনারা জানেন- বিরোধীদল যেখানে কর্মসূচি করছে, সেখানে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামীকাল তাদের ডাকা কর্মসূচিতে যদি আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে তার দায়িত্ব কে নেবেন? এ দায়িত্ব কি আন্দোলনরত শিক্ষকদের নেতারা নিতে পারবেন?

টানা ১৬ দিনের মতো বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনের এই কর্মসূচিতে পালন করছেন তারা।

এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) স্কুলে অনুপস্থিত শিক্ষকদের তালিকা প্রতিদিন জানানোর নির্দেশ দিয়েছে। তবে শিক্ষকরা বলছেন, শোকজ নয়, কঠিন শাস্তি দিলেও দাবি আদায় ছাড়া ক্লাসে ফিরবেন না তারা।

এদিকে ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। অপরদিকে একই দিন সমাবেশ করবে যুবলীগ। পুলিশের তথ্যমতে, এদিন ৯টি রাজনৈতিক দল রাজধানীতে সমাবেশের অনুমতি চেয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭