ইনসাইড গ্রাউন্ড

পানিতে শিশুদের রক্ষা করার জন্য যা বললেন সাকিব আল হাসান


প্রকাশ: 26/07/2023


Thumbnail

২৫ জুলাই ‘বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ’ দিবস। দিবসটি উপলক্ষে ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত, জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান শিশুদের ডুবে যাওয়া প্রতিরোধে অভিভাবকদের উদ্দেশে এক বার্তা দিয়েছেন।

ইউনিসেফের দেওয়া এক ভিডিওতে এই বার্তা দেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

 ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন গড়ে ৪০জন শিশু পানিতে ডুবে মারা যায়। বর্ষায় পুকুর, নদ-নদী পানিতে ভরে যায় বলে এ সময় বাড়ে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর হার। আর সে কারণেই বিশেষ এই দিবসে অভিভাবকদের প্রতি সতর্কবার্তা দিলেন সাকিব।

সাকিব বলেন, ‘শিশুরা জলাশয়ের কাছাকাছি গেলে ঝুঁকি বাড়ে। যে সম্পর্কে বাবা-মা ও সমাজের লোকজনের আরও সচেতন হওয়া দরকার। তাদের সাঁতার শেখালে অকাল মৃত্যু এড়ানো সম্ভব।’

পাশাপাশি ভিডিও টিউটোরিয়াল দিয়ে তিনি পানিতে ডুবার ঝুঁকি এড়াতে কিছু সহজ পদক্ষেপের কথা বলেছেন। যেমন- শিশুদের নজরে রাখা, উন্মুক্ত জলাশয়ের চারপাশে বেড়া দেওয়া, পানির বড় পাত্র ঢেকে রাখা। পাশাপাশি ৬ বছরের শিশুকে সাঁতার শেখানোর পরামর্শও দিয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭