ওয়ার্ল্ড ইনসাইড

ভবিষ্যতের সেবিকা গার্মি


প্রকাশ: 27/07/2023


Thumbnail

বৃদ্ধাশ্রম এবং হাসপাতালে ইতোমধ্যে সেবিকাদের সহায়তায় কাজ করছে রোবট৷ কিন্তু কখনো কি সেবিকাদের বদলে শুধু রোবট দিয়ে বৃদ্ধদের সহায়তা করা যাবে?

জার্মানির মিউনিখে একদল গবেষক এমন এক মানবিক রোবট তৈরি করছে, যা সেবিকা হিসেবে কাজ করতে বিশেষভাবে পারদর্শী হবে৷

রোবট ওষুধ বিতরণ করতে পারে এবং লিফট চালাতে পারে৷ সেগুলো বয়োজ্যেষ্ঠ এবং শয্যাশায়ী রোগীদের ইতোমধ্যে যত্ন নিতে শুরু করেছে৷ এগুলো মূলত ওয়েটার হিসেবে কাজ করে এবং সহজ নির্দেশ অনুসরণ করে৷

এই তরুণ গবেষকরা এই পরিস্থিতি বদলাতে চান৷ রোবটকে বুদ্ধিমান বানাতে চান তারা৷     

মিউনিখ ইন্সটিটিউট অব রোবোটিক্স-এ তারা গার্মি তৈরি করেছেন৷ মানবিক রোবটটি বৃদ্ধদের সহায়তা করে৷

মানুষের মতো চলাফেরা করতে গার্মিকে প্রশিক্ষণ দেয়া হয় এবং সে অনুযায়ী প্রোগ্রামিং করা হয়৷ কারণ, গার্মিকে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নানা ধরনের কাজ করতে হবে৷ টেকনিশে ইউনিভার্সিটেট ম্যুনশেনের ড. হামিদ সাদেঘিয়ান এই বিষয়ে বলেন, ‘‘একটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত৷ যেমন, আমরা আল্ট্রাসাউন্ড দূর থেকে বা স্বয়ংক্রিয়ভাবে করতে চাই৷ ফলে এটা হেল্থকেয়ার অ্যাপ্লিকেশন্স-এর একটি উদাহরণ৷ এছাড়া নিত্যদিনের কাজ, যেমন ওয়েটার হিসেবে পানি নিয়ে যাওয়া বা বয়োজ্যেষ্ঠদের ঔষধ দেয়া রয়েছে৷''      

গার্মির মানুষের মতো দেখতে হাত রয়েছে৷ অনেক প্রশিক্ষণ পাওয়ার পর গার্মি এক পর্যায়ে অন্য রোবটের তুলনায় ভালোভাবে নড়াচড়া করতে পারবে৷  

মিউনিখে সেরা নার্সিংকেয়ার রোবট তৈরির কাজ পূর্ণোদ্যমে চলছে৷ গার্মি একসময় মেডিকেল পরীক্ষা করতে সক্ষম হবে৷ 

আল্ট্রাসাউন্ড পরীক্ষার মতো কাজ গার্মি একদিন করতে সক্ষম হবে৷ পরীক্ষায় অংশ নেয়া রোগী ড. গ্যুন্টার স্টাইনবাখ্ নিজেও একজন চিকিৎসক, প্রকল্প পরামর্শক এবং অবসরভোগী৷ তিনি এই রোবটের ভবিষ্যত নিয়ে আশাবাদী৷

ড. স্টাইনবাখ্ বলেন, ‘‘এটা একটা মোবিলিটি ইস্যু৷ আমার আর বয়স্ক রোগীকে নার্সিং হোম থেকে হাসপাতাল বা চিকিৎসকের কার্যালয়ে নিয়ে যেতে হবে না৷ এবং এতে অনেক সময় বেঁচে যাবে৷''

তাদের গবেষণা ইতোমধ্যে ফল দিতে শুরু করেছে৷ অবতার রোবোট বাহু মিউনিখ ইউনিভার্সিটি হসপিটালে ব্যবহার করা হচ্ছে৷ আগামী দশবছরের মধ্যে গার্মিও অন্যতম বুদ্ধিমান এবং কার্যকর রোবট হিসেবে চিকিৎসা খাতে অবদান রাখতে পারবে৷

 

সূত্র : ডয়চে ভেলে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭