ওয়ার্ল্ড ইনসাইড

ডলারের পতন, ইউরো-স্টার্লিংয়ের উত্থান


প্রকাশ: 27/07/2023


Thumbnail

অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের পতন ঘটেছে। বুধবার (২৬ জুলাই) ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে মার্কিন মুদ্রার অবনমন ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধান ৬ আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩৪৫ শতাংশ। বর্তমানে তা ১ দশমিক ১০৯৩ পয়েন্টে অবস্থান করছে।

এ প্রেক্ষাপটে ইউরোর মান বেড়েছে শূন্য দশমিক ৩৬ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রাটির মূল্য নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ১০৯৩ ডলারে।

জাপানি মুদ্রা শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ৪৬ শতাংশ। প্রতি গ্রিনব্যাকের মূল্যমান স্থির হয়েছে ১৪০ দশমিক ২১ ইয়েনে।

স্টার্লিংয়ের দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩৫ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দর দাঁড়িয়েছে ১ দশমিক ২৯৪৫ ডলারে।

সান ফ্রান্সিসকো ভিত্তিক ক্লারিটি এফএক্স-এর পরিচালক আমো সাহোতা বলেন, শিগগিরই সুদের হার কমাতে চায় ফেড। তবে এর আগে বাজার পর্যবেক্ষণ করতে চায়। মূল্যস্ফীতি স্বাভাবিক হলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা।

তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও কিছুদিন সুদের হার বাড়িয়ে যেতে পারে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) এবং ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)। এতে ইউরো ও স্টার্লিংয়ের মূল্য বেড়ে যাবে। ফলে আরও চাপে পড়বে ডলার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭