ওয়ার্ল্ড ইনসাইড

নাইজারে সামরিক অভ্যুত্থানের ঘোষণা, প্রেসিডেন্ট আটক


প্রকাশ: 27/07/2023


Thumbnail

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জাতীয় টিভিতে অভ্যুত্থানের ঘোষণা দিয়েছে একদল সেনা। বুধবার সকাল থেকে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটকে রেখেছে প্রেসিডেন্ট গার্ডের সৈন্যরা। খবর বিবিসির।

সৈন্যরা বলেছে, তারা সংবিধান ভেঙে দিয়েছে, সব প্রতিষ্ঠান স্থগিত করেছে এবং দেশের সীমান্ত বন্ধ করে দিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ফোনকলে বাজুমকে ওয়াশিংটনের অটল সমর্থনের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও বলেছেন যে তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন এবং জাতিসংঘের পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন।

বুধবার টিভি ঘোষণায় কর্নেল মেজর আমাদু আবদ্রামানে বলেন, আমরা প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী আপনার শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছি।

‘এটি নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং দুর্বল অর্থনৈতিক ও সামাজিক শাসনের ফল।’ এসময় তার আরও নয়জন ইউনিফর্মধারী সৈন্য তার পেছনে দাঁড়িয়েছিল।

কর্নেল মেজর আমাদু আরও বলেন, ‘দেশের সব প্রতিষ্ঠান স্থগিত করা হয়েছে এবং মন্ত্রণালয়ের প্রধানরা প্রতিদিনের ব্যবসার যত্ন নেবেন।

‘সব বহিরাগত অংশীদারদের হস্তক্ষেপ না করার জন্য বলা হচ্ছে’ তিনি বলেন।

পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত স্থল ও আকাশ সীমান্ত বন্ধ রাখা হয়েছে বলেও ঘোষণা দেন

তিনি।

‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাতে স্থানীয় সময় ১০টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ কার্যকর হবে’ যোগ করেন তিনি।

কর্নেল মেজর আবদ্রামানে বলেন, সৈন্যরা ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অব দ্য হোমল্যান্ডের (সিএনএসপি) হয়ে কাজ করছে।

সৈন্যদের টিভি ঘোষণার পর ব্লিঙ্কেন প্রেসিডেন্ট বাজুমের মুক্তির আহ্বান জানান। তিনি নিউজিল্যান্ডে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, এটি স্পষ্টতই শক্তির মাধ্যমে ক্ষমতা দখল করা এবং সংবিধানকে ব্যাহত করার প্রচেষ্টা।

পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক ব্লক ইকোওয়াস জোর করে ক্ষমতা দখলের প্রচেষ্টাকে কঠোর ভাষায় নিন্দা জানায়।

ইকোওয়াসের পক্ষ থেকে বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালন একটি মধ্যস্থতা মিশনে রাজধানী নিয়ামে পৌঁছেছেন।

ট্যালন বলেন, নাইজারে সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য প্রয়োজন হলে সব উপায় ব্যবহার করা হবে। কিন্তু আদর্শ হবে সবকিছু শান্তি ও সম্প্রীতির সঙ্গে করা।

এর আগে বুধবার নিয়ামে বাজুমের সমর্থনে রাস্তায় নেমেছিল জনতা। বিবিসির একজন সাংবাদিকও দেখেছেন, জাতীয় সম্প্রচারকের চারপাশে মোতায়েন প্রেসিডেন্টের অনুগত ভারী সশস্ত্র বাহিনী।

শহরটি বেশিরভাগ শান্তিপূর্ণ ছিল, যদিও সৈন্যরা বিক্ষোভ ভাঙতে গুলি চালায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭