ইনসাইড বাংলাদেশ

রেলের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী


প্রকাশ: 27/07/2023


Thumbnail

বাংলাদেশের রেল সেক্টরের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ‘ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ’ এর নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার। এ সাক্ষাতে শেখ হাসিনা এ সহযোগিতা চান।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, রেলওয়ে সেক্টরের উন্নয়নে যুক্তরাজ্য সহযোগিতা করলে বাংলাদেশ খুশি হবে।

সাক্ষাতে টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, এসব উন্নয়ন আগামী দিনগুলোতে বাংলাদেশের সার্বিক অগ্রগতিকে আরও গতিশীল করবে।

শেখ হাসিনা বলেন, তার সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়া।

সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭