ইনসাইড পলিটিক্স

‘জয় বাংলা, বাংলার জয়’ গান গেয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু


প্রকাশ: 28/07/2023


Thumbnail

মুক্তিযুদ্ধের ‘জয় বাংলা, বাংলার জয়’ গানে শুরু হয়েছে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ। দুপুর ২টা ১৫মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি সমাবেশ শুরু হয়। শান্তি সমাবেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সময় দলীয় নেতাকর্মীরা একই সুরে গাইতে থাকেন। মুক্তিযুদ্ধ ও দলীয় সঙ্গীত গেয়ে শুরু হয় সমাবেশ। মঞ্চে এ সময় তিন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত হন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই  শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। 

এরইমধ্যে সমাবেশস্থলে পৌঁছেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একাংশ। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। 

অপরদিকে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা যায়। সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা হাত নাড়িয়ে স্বাগত জানান মিছিলে আসা নেতাকর্মীদের।


সরেজমিন দেখা যায়, শুক্রবার (২৮ জুলাই) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশ শুরু হয়। শুরুতেই 'জয় বাংলা, জয় বাংলা' গান পরিবেশন করা হয়। এরপর সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আশরাফ। তিনি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব তুমি জাতির পিতা’ সংগীত পরিবেশ করেন। এরপর কবিতা আবৃত্তি করেন মাইদুল ইসলাম মাহি। সংগীত পরিবেশন করেন দেলোয়ার হোসেন বয়াতি। 

এদিকে দুপুর ১টা ২০ মিনিটে বৃষ্টি শুরু হলেও ক্ষমতাসীন দলের শান্তি সমাবেশে বৃষ্টিতে ভিজেই নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।  নগরীর বিভিন্ন স্থান থেকে তৃণমূলের অনেক নেতাকর্মী সমাবেশস্থলে যোগ দিয়েছেন। 

এর আগে বেলা ১১টা থেকে ঢাকা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন। তারপর থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই অঙ্গ সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের যৌথ 'ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশে' বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। 

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আ'লীগের এই তিন সংগঠন এ সমাবেশের ডাক দিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭