ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ ট্রফির ফটোসেশন পদ্মা সেতুতে?


প্রকাশ: 01/08/2023


Thumbnail

বিশ্বভ্রমণে বের হওয়া বিশ্বকাপের ট্রফি আগামী ৭ আগস্ট বাংলাদেশে আসছে। বর্তমানে পাকিস্তানে আছে এই ট্রফি। শ্রীলঙ্কা হয়ে ট্রফিটি আসবে বাংলাদেশে।

আকর্ষণীয় এই ট্রফিটি তিনদিন থাকবে বাংলাদেশে। প্রথম দিন এই ট্রফির ফটোসেশন হবে গর্বের পদ্মা সেতুতে। এছাড়া ক্রিকেটারদের ফটোসেশনের জন্য মিরপুর হোম অব ক্রিকেটে এবং সাধারণ দর্শকদের জন্য রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নেওয়া হবে বিশ্বকাপের ট্রফি।

বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, আইসিসির নিয়মে বিশেষ স্থান বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফির ফটোসেশনের প্রথা আছে। সেই মোতাবেক পদ্মা সেতুতে ট্রফি নিয়ে ফটোসেশন করার কথা ভাবছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

গত ২৭ জুন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হয় বিশ্বকাপের ট্রফি উন্মোচন। ট্রফির বিশ্বভ্রমণ শুরু হয় ১৪ জুলাই। মোট ১৭টি দেশে ঘোরার শেষে ট্রফিটি চূড়ান্তভাবে যাবে ভারতে (৪ সেপ্টেম্বর)।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭