কালার ইনসাইড

ডেঙ্গু সচেতনতায় ব্যতিক্রমী বিজ্ঞাপন


প্রকাশ: 01/08/2023


Thumbnail

সাম্প্রতিক সময়ে দেশে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। প্রায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হবার মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে সব বয়সের মানুষেরা। তবে আতঙ্কের চেয়ে সবার মধ্যে সচেতনতা জরুরী, এই বিষয় বস্তুকে সামনে রেখে একটি বিজ্ঞাপনচিত্র ইতোমধ্যেই দেশের টেলিভিশনগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে। বিজ্ঞাপনচিত্রটির কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে ফজলুর রহমান বাবু এবং ডাক্তার এজাজকে। এছাড়াও অভিনয় করেছেন প্রায় ৩০ জন অভিনেতা অভিনেত্রী।

নিজেরা সচেতন হবার পাশাপাশি আশেপাশের সকল শ্রেণীপেশার মানুষেরা সচেতন হলেই এডিস মশা রোধ করা সম্ভব এমনই এক ব্যতিক্রমী মিছিলে দেখা গিয়েছে দেশবরেণ্য এই অভিনেতাদের। আশেপাশের মানুষদের সচেতন করতে এলাকাবাসীদের আয়োজনে একটি মিছিল থেকেই ছড়িয়ে পড়ে সচেতনতা, শুরু হয় এডিসের লার্ভা ধ্বংসের কাজ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জন্য নির্মিত এই বিজ্ঞাপনচিত্রটির মাধ্যমে সচেতন হচ্ছে দেশের সব শ্রেণী পেশার মানুষেরা। ছড়িয়ে পড়ছে এডিস মশা ধ্বংসের সামাজিক আন্দোলন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের নির্দেশনায় দেশের স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থা ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে বিজ্ঞাপনচিত্রটির পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুল কুদ্দুস। মো: জাহিদ হোসেন চৌধুরীর গল্প ভাবনায় বিজ্ঞাপনটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন আমির হামজা। বিজ্ঞাপনচিত্রটি ইতোমধ্যেই দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত হচ্ছে এবং মানুষের মাঝে বিজ্ঞাপনটি ঘিরে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭