ওয়ার্ল্ড ইনসাইড

চার পুরুষ পর মারা গেলেন বিশ্বের সবচাইতে প্রবীণতম পুরুষ


প্রকাশ: 02/08/2023


Thumbnail

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে বিবেচিত ব্রাজিলিয়ান সুপার সেন্টেনারিয়ান হোসে পাউলিনো গোমেস মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১২৭ বছর। আর মাত্র সাতদিন পরেই তিনি ১২৮ বছরে পা রাখতেন। তিনি তার সন্তান, ২৫ জন নাতি, ৪২ জন পুতি এবং ১১ জন পুতির ঘরের নাতি রেখে গেছেন।

পেড্রা বনিতার রেজিস্ট্রি অফিস থেকে পাওয়া তার ১৯১৭ সালের বিবাহের সনদপত্রটি আগস্ট, ১৮৯৫ সালের জন্ম তারিখ নির্দেশ করে। যদি তার বয়স সম্পর্কে তার দাবি সত্যই হয় তবে তিনি উভয় বিশ্বযুদ্ধ এবং তিনটি বৈশ্বিক মহামারীর ঘটনার মধ্য দিয়ে বেঁচে ছিলেন।

তার পরিবার জানিয়েছে, গোমসের মৃত্যুর কারণ ছিল একাধিক অঙ্গ-প্রত্যঙ্গের বিকলতা। সম্ভবত এটি তার বার্ধক্যেরই পরিণতি। ২৯শে জুলাই, তাকে পেড্রা বনিতার কোরেগো ডস ফিয়ালহোস কবরস্থানে শায়িত করা হয়েছে, যেখানে তার স্মৃতি চিরকাল লালিত থাকবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭