ইনসাইড বাংলাদেশ

আগে কাদের, পরে ফখরুল যাচ্ছেন ভারতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/03/2018


Thumbnail

আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয় সেজন্য মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে ভারত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন। মার্চের শেষ সপ্তাহে ভারত সফরে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও দুই দলের পক্ষ থেকেই, ভারতের মধ্যস্থতার উদ্যোগের কথা অস্বীকার করা হয়েছে। কিন্তু কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, অংশগ্রহনমূলক নির্বাচন নিশ্চিত করতে ভারত উদ্যোগী হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক উদ্যোগ গ্রহণের জন্য ভারতকেই দায়িত্ব দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভারতে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। যোগাযোগ করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমি শুভেচ্ছা সফরে যাচ্ছি। এর সঙ্গে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা সব সময় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী।’ কিন্তু একাধিক সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে বিএনপিকে আনতে সরকার কতদূর পর্যন্ত ছাড় দেবে সে ব্যাপারটি চূড়ান্ত হবে ভারতে। এরপরই বিএনপি মহাসচিব যাবেন ভারতে। তবে, তার সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭