কালার ইনসাইড

১৫ আগস্ট মঞ্চায়িত হবে ইমদাদুল হক মিলনের ‘নেতা যে রাতে নিহত হলেন’


প্রকাশ: 03/08/2023


Thumbnail

বছর ঘুরে আবারও এসেছে বাঙালি জাতির শোকাবহ মাস ‘আগস্ট’। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকের হাতে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার। আজও সেই শোক ভুলতে পারেনি কেউ।

আগামী ১৫ আগস্ট সেই শোককে শক্তিতে পরিণত করতেই ‘এথিক’ সংগঠনের প্রযোজনায় মঞ্চায়িত হবে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের আলোচিত গল্প ‘নেতা যে রাতে নিহত হলেন’।

এটি তাদের ১২তম প্রযোজনা। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন রেজানুর রহমান।

এ প্রসঙ্গে তিনি জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়নের আয়োজন করা হয়েছে।

রেজানুর রহমান আরও বলেন, ইমদাদুল হক মিলনের এক অবিস্মরণীয় গল্প এটি। এখন পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন গল্প বাংলা ভাষায় আর কেউ লেখেননি। একজন মহান নেতাকে দেশের অতি সামান্য এক মানুষ কতটা হৃদয় দিয়ে ভালোবাসতে পারে, মূলত সেটাই এই গল্পে প্রকাশ পেয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭