কালার ইনসাইড

বার্বির জামা-জুতো-আসবাবের পর এবার বার্বি কফিন!


প্রকাশ: 03/08/2023


Thumbnail

সম্প্রতি মুক্তি প্রাপ্ত সিনেমা বার্বি তুমুল জনপ্রিয়তা এবং আলোচনা সৃষ্টি করেছে বিশ্বজুড়ে। আইকনিক স্টোরি ‘বার্বি’ সিনেমার পরিচালক অস্কার মনোনীত মার্কিন গ্রেটা গেরউইগ। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মার্গট রবি এবং রায়ান গসলিং। মূলত মুক্তি পাওয়ার আগে থেকে ‘বার্বি’ নিয়ে দর্শকের মনে ছিল প্রবল উন্মাদনা। তবে বার্বি মুক্তির পর থেকে ‘বার্বি’ থিমে সেজে উঠেছে দর্শক থেকে প্রেক্ষাগৃহ।

বার্বির প্রতি অতিরিক্ত ফ্যান্টাসির কারণে ‘বার্বি’ সেজেই সিনেমা হলে যাচ্ছেন অনেকে। এমনকি ‘বার্বি’ থিমে তৈরি হয়েছে জামা, জুতো থেকে আসবাবপত্র সব। তবে, এবার ‘বার্বি’ থিমে তাক লাগাল গোলাপি কফিন। এনওয়াই পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, অলিভারেস ফিউনারেল হোম নামে একটি কোম্পানি ‘বার্বি’-থিমে কফিন প্রস্তুত করেছে। এই আকর্ষণীয় গোলাপি কফিনের উপর লেখা হয়েছে, ‘এরপর আপনি বার্বির মতো বিশ্রাম নিতে পারবেন।’

একটি প্রচারমূলক ভিডিওতে কোম্পানি বলেছে, ‘এই কফিনটির উজ্জ্বল গোলাপী রং যিনি মারা গিয়েছেন তাঁর বেঁচে থাকা সময়ের অবিস্মরণীয় মুহুর্তগুলির প্রতিনিধিত্ব করবে। আমদের মারা যাওয়ার পর, আমাদের গল্পগুলি মনে রাখা উচিত সকলের এবং এই রং প্রাণবন্ততার সাথে। সবার প্রতি শ্রদ্ধাঞ্জলি, ভালবাসা এবং অবিস্মরণীয় স্মৃতির একটি উদযাপন হবে এই রং।’

বার্বি-থিমযুক্ত কফিনগুলি কেবল একটি অঞ্চলে সীমাবদ্ধ নয়। মেক্সিকো, এল সালভাদর এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন অংশ জুড়ে ‘বার্বি’ কফিনে প্রিয়জনকে বিদায় জানাচ্ছে। গ্রেটা গারউইগের পরিচালনায় নির্মিত ফ্যান্টাসি-কমেডি ধাঁচের ছবি ‘বার্বি’। যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম তিন দিনে ছবিটির টিকিট বিক্রি হয়েছে ১৫৫ মিলিয়ন মার্কিন ডলারের। চলতি বছরের সবচেয়ে বড় ওপেনিং উইকেন্ড কালেকশন এটি। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭