ওয়ার্ল্ড ইনসাইড

ট্রাম্প একজন যুদ্ধবাদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/03/2017


Thumbnail

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন যুদ্ধবাদী, এমনটাই মনে করেন ক্যামব্রিজের ইতিহাসবিদ স্টিফেন ওয়েরথেইম। তাঁর মতে ট্রাম্প বিচ্ছিন্নতাবাদী নন ররং তিনি একজন যুদ্ধবাদী বা আরো খারাপ কিছু।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেড় মাসের শাসনামল নিয়ে পর্যবেক্ষকগণের ধারণা ছিল তিনি বিচ্ছিন্নতাবাদী। অর্থাৎ তিনি আন্তর্জাতিক অঙ্গন থেকে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে আনার চিন্তা-ভাবনা করছেন। টিটিপি এবং ন্যাটো ইস্যু থেকে ধারণা করা হচ্ছিল তিনি মুক্তবাণিজ্য ও সামরিক মৈত্রীর বিরোধী।

কিন্তু স্টিফেন ওয়েরথেইমের মতে ক্ষমতা গ্রহণের দেড় মাসের মধ্যেই অন্যরূপ ধারণ করছেন ট্রাম্প। তিনি বলেন, “বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের মোতায়েনকৃত সেনাবাহিনী প্রত্যাহার না করে শত্রুতা বাড়ানোর এবং সামরিক বিজয়ের কথাই বলছেন ট্রাম্প।"

১০০ বছর আগে বিশ্ব প্রেক্ষাপটে এমন বাস্তবতা বহাল ছিল উল্লেখ করে ওয়েরথেইম বলেন, "তখন কট্টর জাতীয়তাবাদী শক্তিগুলো সমরাস্ত্র প্রতিযোগিতা ও সংঘর্ষে জড়িত হওয়াকেই সাফল্য বলে মনে করত।"

সেই ধারাবাহিকতায় ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবকে অনেকে সেই যুগেরই প্রত্যাবর্তন হিসেবে দেখতে পাচ্ছেন। সেসময়ের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, মুক্তবাণিজ্যের পথ বন্ধ করা এবং সাম্রাজ্যের পতন।

ট্রাম্পের বিদ্রূপাত্মক বক্তব্যের কারণে বিশ্ব যুক্তরাষ্ট্রকে নিয়ে উপহাস করছে বলেও মনে করেন এই ইতিহাসবিদ। তিনি জাপান সাম্রাজ্য বা নাৎসি জার্মানদের উদাহরণ দিয়ে বলেন, “এরা কিন্তু নিজেদের মানচিত্র বাড়ানোর জন্য যুদ্ধে নামেনি। বরং তাদের নেতারা নিজেদের ক্ষমতা ও পদমর্যাদা হুমকির সম্মুখীন হতে যাচ্ছে, এমন কথা বলেই যুদ্ধে নেমেছিলেন।“ ট্রাম্পও অনেকটা তাই করছেন বলে মনে করেন ইতিহাসবিদ স্টিফেন ওয়েরথেইম। 

 


বাংলা ইনসাইডার/এসএফ/আইএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭