ইনসাইড গ্রাউন্ড

নিউজিল্যান্ড সিরিজে ফিরবেন তামিম ইকবাল


প্রকাশ: 04/08/2023


Thumbnail

ওয়ানডে সিরিজের নেতৃত্ব ছেড়েছেন তামিম ইকবাল। একইসঙ্গে ইনজুরির কারণে ছিটকে যেতে হয়েছে এশিয়া কাপ থেকেও।

 অবসর ভেঙে তামিমের ফেরার কথা ছিল এশিয়া কাপের মধ্য দিয়ে। কিন্তু পিঠের হাড়ের ক্ষয় বাধ সেধেছে সেখানে। আপাতত ইনজেকশন নিয়েছেন বাঁ-হাতি এই ব্যাটার। দুই সপ্তাহ পর থেকে পুরোদমে শুরু হবে তার পুনর্বাসন কার্যক্রম। 

বর্তমানে তামিম ব্যথামুক্ত রয়েছেন। কিন্তু ঠিকমতো পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন না হয় সেক্ষেত্রে তা হুমকি হয়ে দাঁড়াতে পারে তামিমের ক্যারিয়ারের জন্য। যেহেতু সামনে বিশ্বকাপ, সে কারণে জোর করে এশিয়া কাপে খেলার চেষ্টাও করেননি জাতীয় দলের সাবেক এই দলপতি।

তামিম বলেন, ‘আমি নিশ্চিত নিউজিল্যান্ড সিরিজে ফিরতে পারব। যেন বাড়তি কোন সমস্যা না হয়, সে কারণেই সময় নেওয়া। জোরাজুরি করলে এশিয়া কাপ খেলতে পারতাম। কিন্তু কেউই তা চাচ্ছেন না, সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া।’

তামিমের ইনজুরি ও তার পুনর্বাসন প্রসঙ্গে জালাল ইউনূস বলেন, ‘লন্ডনে ইনজেকশন দেওয়ার পর প্রথম এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়েছে। সেটা কাল (আজ) শেষ হবে। আরেক সপ্তাহ তাকে ধীরে ধীরে অল্পস্বল্প রিহ্যাব করতে হবে।’

তিনি আরও বলেন, ‘২১-২২ তারিখ (আগস্ট) পর্যন্ত বেশি ব্যায়াম বাড়াতে পারবে না। এর মধ্যে এশিয়া কাপ চলে আসবে। এ কারণে আমাদের ডাক্তার দেবাশীষ চৌধুরী, ফিজিও বায়েজিদুল ইসলাম, আমাদের সভাপতি সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তামিমের এশিয়া কাপে খেলা সম্ভব হবে না।’

বিসিবি বস নাজমুল হাসান পাপন এ প্রসঙ্গে বলেন, ‘এশিয়া কাপে গেলে ওর ইনজুরি পারমান্যান্ট ড্যামেজ হতে পারে, যা আমরা চাই না। আমি নিশ্চিত, সে নিউজিল্যান্ড সিরিজে ফিরবে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭