ইনসাইড বাংলাদেশ

ভেঙে যাচ্ছে দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক


প্রকাশ: 04/08/2023


Thumbnail

বৈরী আবহাওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে সাগর উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এ পরিস্থিতিতে তীব্র ঢেউয়ের কবলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে রয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) টেকনাফের পশ্চিম মুন্ডার ডেইলসংলগ্ন এলাকায় প্রায় ৬০ মিটার সড়ক ভেঙে গেছে। এ ছাড়া দুই দিনে টেকনাফের বাহারছড়া, হাদুরছড়া, দক্ষিণ মুন্ডার ডেইল এলাকার কয়েকটি স্পটেও ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভাঙনরোধে সেনাবাহিনী কাজ শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম বলেন, সাগরের ঢেউয়ের তোড়ে মেরিন ড্রাইভের বেশ কটি স্থানে ব্যাপক ভাঙন ধরেছে। অন্যবারের তুলনায় এবারের ভাঙন আশঙ্কাজনক।

কক্সবাজার শহর থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কটি দেখভালের দায়িত্ব রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি বিশেষ ইউনিট। যেসব স্থানে ভাঙন দেখা দিয়েছে, সেখানে সন্ধ্যা ৬টা থেকে মেরামত কাজ শুরু করেছেন ওই ইউনিটের সদস্যরা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগরের জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি। এ বাড়ন্ত পানির তোড়ে মেরিন ড্রাইভের টেকনাফ অংশের কয়েকটি স্থানে ভাঙন ধরেছে। ভাঙন রোধে ইতিমধ্যে সেনাবাহিনী কাজও শুরু করছে। আশা করছি দ্রুত সময়ে এ সমস্যার সমাধান হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭