ওয়ার্ল্ড ইনসাইড

বিবাহবিচ্ছেদ করতে গিয়ে আইনজীবীর কক্ষে মারামারি, আহত ৯


প্রকাশ: 05/08/2023


Thumbnail

ভারতের মুর্শিদাবাদ অঞ্চলের কান্দি আদালত চত্বরে এক আইনজীবীর কক্ষে বিবাহ বিচ্ছেদ মামলার চূড়ান্ত সালিশি বৈঠক চলাকালীন স্বামী ও স্ত্রীর পক্ষের হাতাহাতির ঘটনায় নয় জন আহত হয়েছেন।

মারামারিতে ইটের আঘাতে আহত হয়েছেন তিনজন আর সব মিলিয়ে আহত হন মোট নয় জন। 

কলকাতার আনন্দবাজার পত্রিকা লিখেছে, মুর্শিদাবাদের কান্দি থানার হিজল নতুন গ্রামের মোকলেসুর রহমানের সঙ্গে প্রায় ন’বছর আগে ওই একই থানা এলাকার ভবানীপুরের বাসিন্দা পারসিদা বিবির সম্বন্ধ করে বিয়ে হয়। ওই দম্পতির একটি সন্তানও রয়েছে। দীর্ঘ দু’বছর ধরে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহের জেরে টানাপড়েন তৈরি হয়। শুরু হয় বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া। আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এড়িয়ে স্থানীয় এক আইনজীবীর মধ্যস্থতায় বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয় দুই পক্ষ। এরপর আদালত চত্বরে বাড়ির লোকজন হঠাৎই উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দু’ পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কিছুক্ষণের জন্য রণক্ষেত্রে পরিণত হয় আদালত চত্বর। বাঁশ ও লোহার রড নিয়ে এক পক্ষ অপর পক্ষের দিকে তেড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

২ লক্ষ ২৫ হাজার টাকার এককালীন খরপোশের বিনিময়ে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত হয়। এ কারণে শুক্রবার দুপুরে আইনজীবীর কক্ষে আইনি প্রক্রিয়া চলছিল। সেই সময় দু’পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। অভিযোগ, মেয়ে পক্ষের আত্মীয়েরা কাছে থাকা একটি লোহার রড নিয়ে ছেলে পক্ষের আত্মীয়দের উপর আক্রমণ করেন।“

স্বামী মোকলেসুর রহমানের দাবি, “স্ত্রীর সঙ্গে পাড়ার একটি অন্য ছেলের সম্পর্ক রয়েছে। তাই দীর্ঘ দিন ধরে আমি ডিভোর্স চাইছি। ওরা পাঁচ লাখ টাকা চেয়েছিল। দু’লাখ পঁচিশ হাজার টাকায় মীমাংসা হয়। টাকা দেওয়ার পরেও আমাদের মারধর করা শুরু করে।“

সব অভিযোগ অস্বীকার করে মোকলেসুরের স্ত্রী পারসিদা বিবি বলেন, সব কিছু ঠিকঠাক-ই ছিল। আমাকে উদ্দেশ্য করে শ্বশুর বাড়ির লোকজন নোংরা কটূক্তি করার প্রতিবাদ করেছিল বাড়ির লোকেরা। পাল্টা ওরা ইট ছোড়া শুরু করে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭