ওয়ার্ল্ড ইনসাইড

সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে জম্মু-কাশ্মীরে তিন ভারতীয় সেনা নিহত


প্রকাশ: 05/08/2023


Thumbnail

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে তিন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। ওই অঞ্চলের হ্যালান বনাঞ্চল এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়ে শুক্রবার সন্ধ্যায় এনকাউন্টার শুরু হয়।

সেনাবাহিনী জানায়, ‘কুলগামের হ্যালানের সীমান্তে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কিত নির্দিষ্ট তথ্য হাতে পেয়ে, ৪ আগস্ট ২৩ তারিখে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু করেছিল। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ে ৩ কর্মী আহত হন এবং পরে মারা যান। অভিযান অব্যাহত রয়েছে।’

সেনাবাহিনী ও পুলিশের এ যৌথ অভিযানে সৈন্যরা সন্ত্রাসীদের অভিযান শুরুর সঙ্গে সঙ্গে প্রচন্ড গুলিবর্ষণের মুখে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিন সেনা নিহত হয়েছেন।

সেনাবাহিনী আরো জানায়, ‘কুলগামের হ্যালানের সীমান্তে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কিত নির্দিষ্ট তথ্য হাতে পেয়ে, ৪ আগস্ট ২৩ তারিখে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু করেছিল। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ে ৩ কর্মী আহত হন এবং পরে মারা যান। অভিযান অব্যাহত রয়েছে।’

এলাকাটিতে শক্তিশালী বাহিনী পাঠানো হয়েছে এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

এর আগে, এপ্রিল এবং মে মাসে পুঞ্চ এবং রাজৌরি জেলায় দুটি পৃথক আক্রমণে পাঁচজন এলিট কমান্ডোসহ ১০ জন সেনা নিহত হয়েছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭