ইনসাইড গ্রাউন্ড

অধিনায়ক হিসেবে সাকিবকেই পছন্দ বিসিবি সভাপতির


প্রকাশ: 05/08/2023


Thumbnail

অবসর ভেঙে ক্রিকেটে ফিরলেও জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। বিশ্বকাপের বাকি আর মাত্র দুই মাস। তার আগে এশিয়া কাপ। গুরুত্বপূর্ণ দুই টুর্নামেন্টের আগে এমন সিদ্ধান্তে ভালোই বিপাকে পড়েছে বিসিবি। তামিম না থাকায় অধিনায়কের তালিকায় প্রথম পছন্দ সাকিব আল হাসান। তবে বিশ্বসেরা এই অলরাউন্ডার লম্বা সময় জাতীয় দলে খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের।

এই মাসের শেষেই শুরু হচ্ছে এশিয়া কাপ। হাতে আছে মাত্র তিন সপ্তাহ। তার আগে অধিনায়কত্ব নিয়ে কোনো আলোচনাই শুরু করেনি বিসিবি। কারণ কোনো তাড়াহুড়ো করতে চায় না বিসিবি। ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান পাপন।

এসময় তিনি বলেন, ‘নেতৃত্ব নিয়ে এখনও আলাপ হয়নি। এ বিষয়ে একটু সময় নিয়ে আলোচনা করতে হবে। এটা যদি সিরিজ হতো তাহলে ভাইস ক্যাপ্টেন যে আছে সেই চালিয়ে দিতে পারত। কিন্তু এখন সে উপায় নেই। আমাকে এখন লম্বা চিন্তা করতে হবে।’

পাপন যোগ করেন, ‘এখানে দুটো সমস্যা। লং টার্ম চিন্তা করলে একরকম। আবার আছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটা কিন্তু কম না। এটা সহজ জিনিস না। আমি নতুন একজনকে বানিয়ে দিব সে বিশ্বকাপের চাপ নিতে পারবে কিনা… এবং লম্বা সময়ের কথা চিন্তা করি তাহলে একজনকে বানালান কিন্তু দেখা গেল সে এক বছর পর থাকলোই না।’

আজ সকালে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি অধিনায়ক হিসেবে সাকিবকে দেখেতে চেয়েছেন। এই অলরাউন্ডার তালিকার শীর্ষে সেটা বলেছেন পাপনও। তবে বিসিবি প্রধানের ভাবনায় লম্বা সময়, ‘সাকিব তো অবভিয়াস চয়েজ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর পর খেলবে সাকিব? আমরা তো জানি না। ওর সঙ্গে কথা বলি, বোর্ডে ক্রিকেটারদের সঙ্গে কথা বলি। তবে সবচেয়ে সহজ হলো সাকিবকে অধিনায়ক করা। যদিও এখনও চয়েজ ঠিক করিনি। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে নেই। অনেক সময় আছে ক্রিকেটার নিজেই নেতৃত্ব নিতে চাইবে না।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭