ওয়ার্ল্ড ইনসাইড

বিচারব্যবস্থা সংস্কার, ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত


প্রকাশ: 06/08/2023


Thumbnail

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধেবিক্ষোভ করেছে হাজার হাজার ইসরায়েলি নাগরিক। হারেৎজের খবরে বলা হয়েছে,

শনিবার (৬ আগস্ট) টানা ৩১ সপ্তাহের মতো বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম হারেৎজ। বিক্ষোভকে কেন্দ্র করে তেল আবিবে নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দেন পুলিশ কমিশনার কবি শাবতাঈ।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য করে গণতন্ত্রপন্থি আন্দোলন নেতা সিকমা ব্রেসলের বলেন, ‘নেতানিয়াহু বিচারব্যবস্থাকে পদ্ধতিগতভাবে ভেঙে ফেলেছেন। খুব নিখুঁত এবং পরিকল্পিতভাবে তিনি এটা করেছেন।’

নেতানিয়াহুর ‘যুক্তিসঙ্গততা স্ট্যান্ডার্ড আইন’ বিলুপ্তের বিরুদ্ধে আগামী মাসে হাইকোর্টে শুনানি হবে। নেতানিয়াহু এবং তার মন্ত্রিপরিষদ তাদের বিরুদ্ধে রায় গেলে মান্য করবে না বলে ঘোষণা দিয়েছেন। বিক্ষোভকারী নেতারা এটা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

বিক্ষোভকারী নেতা সিকমা ব্রেসলে বলেন, প্রধানমন্ত্রী আইন মানেন না। তিনি ইসরায়েলের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। নেতানিয়াহু শক্তিশালী জাতির মুখোমুখি হবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭