ওয়ার্ল্ড ইনসাইড

চীনের হেবেই প্রদেশে প্রবল বর্ষণে বন্যা, নিহত ১০


প্রকাশ: 06/08/2023


Thumbnail

চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশের ঝুওঝোতে প্রবল বর্ষণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ১৮ জন। 

শনিবার (৫ আগস্ট) দুপুরের মধ্যে বন্যার উচ্চ ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে প্রায় ১১.৫ মিলিয়ন মানুষকে সরিয়ে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

খবর অনুসারে, গত সপ্তাহে চীনের মূল ভূখণ্ডে আঘাত হানে ঝড় ডকসুরি। এই ঝড় চীনের ১৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বর্ষণের সৃষ্টি করেছে। চীনের আবহাওয়া সংস্থা জনগণকে "ভৌতাত্ত্বিক ঝুঁকি" সম্পর্কে সতর্ক করতে একটি রেড সিগন্যাল জারি করেছে।

প্রতিবেশী বেইজিং এর হেবেই প্রদেশ, সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকাগুলির মধ্যে একটি বলে জানা গেছে। বন্যায় আবাসিক বাড়িঘর, অবকাঠামো ধ্বংস এবং পুরো জেলা ডুবে যাওয়ার পর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে।

এছাড়া, হেবেই প্রদেশের কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে যে পুরো শপিং রাস্তাগুলি বাদামী জলের নদীতে রূপান্তরিত হয়েছে। আশেপাশের এলাকার কৃষিজমি সম্পূর্ণরূপে ডুবে গেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭