ওয়ার্ল্ড ইনসাইড

চীনে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ১২৬টি বাড়ি


প্রকাশ: 06/08/2023


Thumbnail

পূর্ব চীনের শানডং প্রদেশের পিংইয়ুয়ান কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার ভোরে ৫ দশমিক ৫ মাত্রার এ কম্পন অনুভূত হয়। এতে আহত হন ২১ জন।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুসারে, ভূমিকম্পটি স্থানীয় সময় ২টা ৩৩ মিনিটে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের আঘাতে ১২৬টি বাড়ি ধসে পড়েছে।

ভূমিকম্পের কেন্দ্র বেইজিং থেকে ৩০০ কিলোমিটার দূরে। স্থানীয় মিউনিসিপ্যাল ভূমিকম্প ব্যুরো জানিয়েছে, রাজধানীতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর বেইজিং রেলওয়ে ৬০টিরও বেশি শিডিউল ট্রেনের চলাচল বাতিল করেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭