কালার ইনসাইড

শাহরুখের সাথে হাত মিলিয়ে অর্থের পাহাড় গড়েছেন জয় মেহতা


প্রকাশ: 06/08/2023


Thumbnail

বলিউডের বাদশা শাহরুখ খানের সাথে ব্যবসায় হাত মিলিয়ে অর্থের পাহাড় গড়েছেন জয় মেহতা। বিয়ে করেছেন বলিপাড়ার এক নায়িকাকে; যিনি কিনা আবার একাধিক ছবিতে অভিনয় করেছেন শাহরুখের সাথে । জয় মেহতা বর্তমানে যে সংস্থার মালিক তার বাজারমূল্য প্রায় ৪ হাজার ১৩০ কোটি টাকা।

কে এই জয় মেহতা:
১৯৬১ সালের ১৮ জানুয়ারি জন্ম জয় মেহতা। গুজরাটের শিল্পপতি নানজি কালিদাস মেহতার নাতি তিনি। বাবা মহেন্দ্র মেহতা ও মা সুনয়না মেহতা। শিক্ষাজীবনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক পড়া শেষ করে সুইজারল্যান্ডে চলে যান তিনি। সেখান থেকে এমবিএ ডিগ্রি নিয়ে ভারতে ফিরেন।

মেহতার ব্যবসায় হাতেখড়ি:
সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে পারিবারিক ব্যবসার হাল ধরেন জয় মেহতা। একপর্যায়ে ভারতের প্রথম সারির শিল্পপতি বিড়লা পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় মেহতা পরিবারের। শিল্পপতি যশ বিড়লার বোন সুজাতা বিড়লার সাথে সাত পাকে বাঁধা পড়েন তিনি। তবে সুজাতার সাথে দাম্পত্য দীর্ঘ হয়নি। ১৯৯০ সালে এক বিমান দুর্ঘটনায় সুজাতার মৃত্যু হয়।

জয় মেহতা-জুহি চাওলার বন্ধু থেকে পরিণয়:
বলিউডে আশির দশকে ক্যারিয়ার শুরু করে নব্বইয়ের দশকে জনপ্রিয় হয়ে ওঠেন জুহি চাওলা। যখন জুহির সাথে জয়ের পরিচয় তখন ‘কয়ামত সে কয়ামত তক’, ‘ইশক’, ‘ডর’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’র মতো অনেক হিট সিনেমায় আলোচিত। ২০০০ সালে রাকেশ রোশনের পরিচালনায় মুক্তি পাওয়া ‘কারোবার’ ছবির শুটিংয়ে জয়ের সাথে পরিচয় হয় জুহির।

মূলত সিনেমাটির পরিচালক রাকেশের ছোটবেলার বন্ধু ছিলেন জয়। সেই সূত্র ধরেই দুজনের মধ্যে আলাপ থেকে বন্ধুত্ব হয়। স্ত্রী সুজাতার আকস্মিক মৃত্যুতে জয় ভেঙে পড়লে তখন বন্ধু হিসাবে জয়ের পাশে ছিলেন জুহি। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়।

জয়-জুহি সম্পর্কে আসার কয়েক মাসের মধ্যে এ অভিনেত্রীর মা মোনা চাওলা গাড়ি দুর্ঘটনায় মারা গেলে জুহি ভেঙে পড়েন। তখন জয়ের সাথে বিয়ের কথা পাকা হলেও এতে রাজি হননি জুহি। পড়ে মানসিক টানাপড়েন সামলে জয়ের সাথে বিয়েতে মত দেন। ১৯৯৫ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন জুহি-জয়।

যদিও তখন এ তথ্য প্রকাশ হয়নি। ২০০১ সালে কন্যাসন্তান জাহ্নবীর জন্মের সময় জুহি-জয়ের বিয়ের কথা প্রকাশ্যে আসে। এর দুবছর পর ২০০৩ সালে তাদের এক পুত্রসন্তানের জন্ম হয়।

শাহরুখের সাথে ব্যবসা:

 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সে অর্থ বিনিয়োগ করেন জয় মেহতা। তার বহুজাতিক সংস্থা ভারত ছাড়াও আফ্রিকা, কানাডা ও আমেরিকায় ছড়িয়ে আছে। এছাড়া ভারতের দুটি নামী সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানও রয়েছে তার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭