ইনসাইড বাংলাদেশ

নীলফামারীতে ল্যাম্পি স্কিন রোগের প্রকোপ: আক্রান্ত প্রায় তিন হাজার


প্রকাশ: 06/08/2023


Thumbnail

উত্তরের জেলা নীলফামারীতেও গরুর মধ্যে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন রোগ। চিকিৎসা দিতে না পেরে দুঃশ্চিন্তায় পড়েছেন এই জনপদের খামারি ও গরু পালনকারীরা। কয়েক মাস ধরে লাম্পি স্কিন রোগে জেলায় বেশ কিছু গরুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় ভালো হচ্ছে না ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত অধিকাংশ গরু। এই রোগে আক্রান্ত গরু মরে যাওয়ায় ঘটনায় আতঙ্কে তারাহুরো করে গরু বিক্রি করে দিচ্ছেন খামারিরা। এতে করে তাদের গুণতে হচ্ছে লোকসান।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ‘খামার ও গৃহস্থের বাড়িতে পালিত গবাদি পশু এ রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত জেলার বিভিন্ন অঞ্চলে এ রোগে আক্রান্ত হচ্ছে গরু। সঠিক চিকিৎসার অভাবে এ রোগে আক্রান্ত গরুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামারিরা।’

সদরের লক্ষীচাপ ইউনিয়নের গরু খামারি রুবেল ইসলাম বলেন, ‘ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু প্রথম দিকে কিছুই খেতে চায় না। শরীরে জ্বর আসে, দাঁড়িয়ে থাকতে পারে না, জ্বরের সাথে নাক-মুখ দিয়ে লালা বের হয়,পা ফুলে যায়। এরপর পুরো শরীরে দেখা দেয় প্রচুর গুটি বা চাকা। এতে গরুর শরীরের লোম উঠে যায় এবং ক্ষতের সৃষ্টি হয়। এই ক্ষত শরীরের চতুর্দিকে ছড়িয়ে পড়ে। চিকিৎসা দিয়ে ভালো হচ্ছে না। স্থানীয় পশু চিকিৎসকদের পরামর্শে কোন কাজ হচ্ছে না।’ 

সদরের ইটাখোলা ইউনিয়নের গরু খামারি নাসির উদ্দিন শাহ মিলন বলেন, ‘এ রোগটি ব্যাপক আকার ধারণ করেছে। আমার সবগুলো গরুকে ইনজেকশন দিয়েছি। আমার খামারের পাশে গৃহস্থ মাহবুল ইসলাম চুটকির দুইটি গরু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।’

সংগলশী ইউনিয়নের গরু পালনকারী বাসুদেব রায় বলেন,‘আমার দুইটি গরুর ভাইরাস হয়েছে, অনেক চিকিৎসা করছি ভালো হচ্ছে না। অনেকের পরামর্শে কাঁচা হলুদের রস ও খাবার সোডা গরুকে খাওয়াচ্ছি তবুও আশানুরুপ ফল পাচ্ছি না। আরেকটি গরু আক্রান্ত হওয়ার আগেই বিক্রি করে দিয়েছি।’

জেলা প্রাণিসম্পদ কার্যালয় দেওয়া তথ্যমতে, ‘জেলায় লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর সংখ্যা ২হাজার ৯১৩টি। এর মধ্যে গরু মৃতের সংখ্যা ১০টি এবং সুস্থ্য হয়েছে ১হাজার ৯২১টি। এ পর্যন্ত জেলায় ১৭ হাজার ৬০০ গরুকে এই ল্যাম্পি স্কিন রোগের ভ্যাক্সিন দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: সিরাজুল হক বলেন, ‘ল্যাম্পি স্কিন রোগ বর্তমানে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। মশা ও মাছির মাধ্যমে এ রোগ বেশি ছড়ায়। তাই আক্রান্ত গরুকে মশারির মধ্যে রাখার জন্য আমরা গরু পালনকারী ও খামারিদের পরামর্শ দিচ্ছি। এ রোগের ভাইরাস গোটা জেলায় ছড়িয়ে পড়ায় গৃহস্থ ও খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭