কালার ইনসাইড

‘বঙ্গমাতা’ সিনেমার প্রিমিয়ার হবে আজ


প্রকাশ: 07/08/2023


Thumbnail

শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’ সিনেমার প্রিমিয়ার হবে আজ। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সোমবার (৭ আগস্ট) বিকেল ৫টায় প্রিমিয়ার করা হবে সিনেমাটি।

বিষয়টি নিশ্চিত করেছে অভিনেত্রী জ্যেতিকা জ্যেতি। সিনেমাটিতে ‘বঙ্গমাতা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়য়ে সিনেমাটি খোরশেদ বাহারের উপন্যাস ‘বঙ্গমাতা ইতিহাসের নিভৃত সৈনিক’ অবলম্বনে এই সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক গৌতম কৈরী। এই অগাস্ট মাসে দেশব্যাপী চলচ্চিত্রটির প্রদর্শনী হতে যাচ্ছে বলে জানান গৌতম কৈরী।

‘বঙ্গমাতা’ সিনেমা শেখ রাসেলের চরিত্রে অভিনয় করেছেন শিশু শিল্পী অধ্যয়ন দৃশ্য। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির আহমেদ শাকিল, ফারজানা ছবি, লাবণ্য চৌধুরী, শোভন দাশ, খোরশেদ বাহার, মেঘলা সুহাসিনি টুপুর, অদিতি, খলিলুর রহমান কাবেরী, মাহবুবুর রহমান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭