ওয়ার্ল্ড ইনসাইড

দামেস্কে ইসরায়েলি হামলা, ৪ সিরিয়ান সেনা নিহত


প্রকাশ: 07/08/2023


Thumbnail

রাতভর ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় চার সিরিয়ান সেনা নিহত এবং আরও চারজন আহত হয়েছে।

সানা বার্তা সংস্থা একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছে, রাজধানী দামেস্কের কাছেও হামলায় কিছু বস্তুগত ক্ষতি হয়েছে। সূত্রের দাবি, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের কয়েকটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এদিকে, ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ইসরায়েল প্রায়শই ইরান-সমর্থিত জঙ্গিদের সাথে যুক্ত সিরিয়ার সামরিক সাইটগুলিকে লক্ষ্য করে।

বার্তা সংস্থা এএফপি জানায়, দামেস্কে তাদের সংবাদদাতা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। দামেস্কের আশেপাশে আকাশে উজ্জ্বল ঝলকানি দেখা যাচ্ছে এমন ফুটেজও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলায় চার বেসামরিক এবং একজন সৈন্যকে হত্যার অভিযোগে ইসরায়েলকে অভিযুক্ত করেছে সিরিয়া।

ইসরায়েলের সামরিক বাহিনী খুব কমই সিরিয়ারকে লক্ষ্য করে নির্দিষ্ট হামলার কথা স্বীকার করে, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের প্রভাব বেড়েছে।

ইসরায়েল এবং ইরান হলো তিক্ত শত্রু। সাম্প্রতিক বছরগুলিতে তারা একে অপরের সম্পদ, অবকাঠামো এবং নাগরিকদের উপর দাবিহীন যে আক্রমণে লিপ্ত হয়েছে তাকে অনেকে "ছায়া যুদ্ধ" হিসেবে বর্ণনা করছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭