ওয়ার্ল্ড ইনসাইড

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত


প্রকাশ: 07/08/2023


Thumbnail

পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের কাছে তিনজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বলছে, তারা সন্দেহভাজন ফিলিস্তিনি সন্ত্রাসীদের হত্যা করেছে। খবর বিবিসির।

এই হত্যা বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ বলেছেন, অপরাধীরা শাস্তি পাচ্ছে না বলেই জেনিনে এই ভয়ঙ্কর অপরাধের ঘটনাগুলো ঘটছে।

গাজা শাসনকারী হামাসের একজন মুখপাত্র বলেছেন, যারা আমাদের তিনজন ফিলিস্তিনি মানুষকে হত্যা করেছে, অপরাধের যথাযথ মূল্য পরিশোধ করতে হবে।

ফিলিস্তিনি বিভিন্ন সংগঠন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বলেছেন, যারা আমাদের আক্রমণ করতে চায় তাদের বিরুদ্ধে সর্বত্র এবং যেকোনো মুহূর্তে আমরা ব্যবস্থা নিতে থাকব।

প্রসঙ্গত, ইসরায়েলের তেল আবিবে এক ফিলিস্তিনি বন্দুকধারী ইসরায়েলি নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যার পরদিন এই হত্যাকাণ্ড ঘটল। উল্লেখ্য, সঙ্গে থাকা আরেক প্রহরী ঘটনাস্থলেই হামলাকারীকে গুলি করে হত্যা করে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭