ইনসাইড গ্রাউন্ড

বিকেলেই টাইগারদের নতুন ক্যাপ্টেন হচ্ছেন সাকিব


প্রকাশ: 08/08/2023


Thumbnail

গত ৩ আগস্ট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম ইকবাল। একইসাথে ইনজুরিতে এশিয়া কাপেও খেলা হবে না জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনিং ব্যাটসম্যানের। তামিম ইকবালের এই ঘোষণার পর বাংলাদেশের ক্রিকেটে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হল কে হবে টাইগারদের নতুন ক্যাপ্টেন।

সবশেষে আজ মঙ্গলবার (৮ আগস্ট) জানা যাবে সেই প্রশ্নের উত্তর। আজ দুপুর ২ টায় জরুরী মিটিং ডেকেছে বিসিবি যেখানে ক্রিকেট বোর্ডের পরিচালকরা এবং এই জরুরী বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন অধিনায়ক মনোনীত করা।

বিসিবির অন্যতম সিনিয়র পরিচালক জালাল ইউনুস জানান, মূলত নতুন ওয়ানডে অধিনায়ক মনোনীত করতেই এ জরুরি বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আশা করছি ওই সভাতেই নতুন ওয়ানডে অধিনায়ক ক্যাপ্টেন নির্বাচনের কাজ শেষ হবে। মিটিং শেষে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা হবে। তবে বিসিবি’র সূত্রগুলো বলছে, সাকিব আল হাসানকেই আজ অধিনায়ক ঘোষণা করা হবে এটি প্রায় নিশ্চিত।

এর আগে গত ৫ আগস্ট বঙ্গবন্ধু জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে আবাহনী ক্লাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আসলে সাকিবকে অধিনায়ক করাই সবচেয়ে সহজ কাজ। অপর বোর্ড পরিচালক এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও সাকিবকেই ‘অভিয়াস চয়েজ’ বলে অভিহিত করেছেন।

বাংলাদেশ দলের বর্তমান বাস্তবতা চিন্তা করলে সাকিবই এখন বেস্ট এবং একমাত্র অপশন। কিন্তু তারপরও কিছু বিষয় নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে।

প্রথমত, যেহেতু বর্তমানে টেস্ট এবং ট-২০ ফরম্যাটের অধিনায়ক সাকিব তাই তিনি ফরম্যাটে সাকিব সময় দিতে পারবে কিনা সেটি নিয়ে কিছুটা হলেও দ্বিধায় আছে বিসিবি। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ছাড়াও নানা সামাজিক ও ব্যাবসায়িক কাজে সাকিব প্রায়ই ব্যস্ত থাকেন তাই তিন ফরম্যাটে সাকিব কতটা সময় দিতে পারবেন সেটি বিবেচনায় আনছে বিসিবি।

দ্বিতীয়ত, সাকিব আল হাসানের ডমিনেটিং ক্যারেক্টার। যেভাবে একটি দলকে নেতৃত্ব দেন, যেভাবে তিনি নিজের লাইফস্টাইল লিড করেন এবং টিম সিলেকশন থেকে শুরু করে যেভাবে তার সিদ্ধান্ত তিনি নিজে নিয়ে থাকেন, বিসিবি সেই বিষয়গুলো নিয়ে কতটা স্বস্তিতে থাকবে এবং তা মেনে নেবে সেটি একটি বড় প্রশ্ন এবং এটিকেও বিবেচনায় আনছে বিসিবি।

তবে বিসবির বিশ্বস্ত সূত্রগুলো বলছে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সাকিবকেই এগিয়ে রাখছেন অনেকে। তাদের মতে বাংলাদেশের হাতে সময় খুব বেশি নেই। এই মুহুর্তে দলে হাল যদি কেউ ধরতে পারে সেটি একমাত্র সাকিব আল হাসান।

গত এক মাস যাবত বাংলাদেশ ক্রিকেটে যা হচ্ছে তা কোনোভাবেই আগে থেকে অনুমান করার মত নয়। তামিমের অবসরে যাওয়া। পরের দিন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবসর ভেঙে ক্রিকেটে ফেরা। অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়া। সবই আনপ্রেডিক্টেবল ছিল। তাই বেস্ট অপশন সাকিব হলেও আসলেও কাকে অধিনায়কত্ব দেয়া হবে সে ব্যপারে কেউই শতভাগ নিশ্চয়তা দিতে পারবে না। কিন্তু যদি বিবিসি কোন চমক না দেখায়, তাহলে বিকেলেই সাকিন ওয়ান-ডে দলের অধিনায়ক হচ্ছেন সেটি মোটামুটি নিশ্চিত। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭