ওয়ার্ল্ড ইনসাইড

নৌকাডুবিতে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু


প্রকাশ: 08/08/2023


Thumbnail

আফ্রিকার দেশ তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলে নৌকা ডুবে আবারও প্রাণহানির ঘটনা ঘটলো। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে এই ঘটনা ঘটে। নৌকা ডুবে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা গেছে, নৌকাটিতে অন্তত ৫৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে দু’ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অব্যাহত।

রবিবার সন্ধ্যা পর্যন্ত আরও ৭ জনের মরদেহসহ সব মিলিয়ে ডুবে যাওয়া নৌকার ১১ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, মরক্কো জানিয়েছে সোমবার আরও ৫ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে। তারা সেনেগালের নাগরিক। পশ্চিম সাহারা উপকূলের ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে এ প্রাণহানি ঘটেছে। ডুবে যাওয়া নৌকা থেকে ১৮৯ জনকে উদ্ধার করা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭