ইনসাইড সাইন্স

চাঁদে সফলভাবে অবতরণ করলো চন্দ্রযান–৩, পাঠালো প্রথম ছবি


প্রকাশ: 08/08/2023


Thumbnail

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও বা ইসরো) চন্দ্রযান৩ এর পাঠানো প্রথম ছবি প্রকাশ করলো। রবিবার (৬ আগস্ট) টুইট করে তারা এই ছবি প্রকাশ করে। চাঁদের কক্ষপথে পৌঁছানোর পর এটি চন্দ্রযান৩ পাঠানো প্রথম ছবি। ছবিতে চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো অংশ ধরা পড়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে, চাঁদের চারদিকে গভীর অন্ধকার। তারমধ্যে ধূসর রঙের গোলক। চন্দ্রপৃষ্ঠে অনেক ছোট বড় গর্ত। দেখে মনে হচ্ছে, চাঁদের একেবারে কাছেই ভারতীয় মহাকাশযানটি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ১২ মিনিটে মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়। মোট ১ হাজার ৮৩৫ সেকেন্ডের চেষ্টার পর তা সফল হয়।

এর আগে, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনের চাঁদে সফলভাবে অবতরণের নজির রয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭