লিট ইনসাইড

বঙ্গমাতা


প্রকাশ: 08/08/2023


Thumbnail

বঙ্গমাতা 

শাহানা পারভীন 


আগষ্টের কালোরাত্রির ভাঙনের গান অবিরত ধিক্কার দেয় সূর্যালোকে,

তুমি -আমি - আমাদের আত্মজ 

দুহাতে ব্যথার কুয়াশা সরিয়ে জেগে থাকি অপলোকে ।

খুব কাছাকাছি মনের ঘরেতে

দেখি-

তুমি অনাথ দুহিতা জনম দুঃখী, 

রক্তাক্ত বাংলাদেশের নিত্যসঙ্গী।


গোলাপ বর্ণ ,অনন্য ,নীল নয়না ,

খোকা বাবুর প্রিয় রেণু, প্রেম প্রার্থনা।


যত বড় দুঃখ-কষ্টের নদী

তত বড় হাল ধরেছো দরদীয়া তুমি ।

তুমি পঞ্চ নক্ষত্রপুন্জের গর্ভধারিনী,

আলোকদাতা ,

বাঙালির স্বপ্ন বপন রানী,জাতির পিতার ত্রাতা ।


তুমিই বলেছিলে বঙ্গবন্ধুকে "তোমার সামনে জনতা এবং পিছনে বুলেট"

তোমার মন যা চাইছে তুমি শুধু সেটাই আজ করবে"

তুমি নিভৃতচারিণী ,সাতই মার্চের ভাষণের নেপথ্য রাগিনী ।

আইনের মোকাবেলায় , রাজনৈতিক প্রজ্ঞায় করেছিলে অর্থের যোগান,

হাজারবার কারাগারের ফটকে দাঁড়িয়ে স্বামীকে দিয়েছিলে সাহসের হীরক চুম্বন,

অসমাপ্ত আত্মজীবনীর কাগজ-কলম।


ভালোবাসার পলিমায় বলেছিলে-"প্যারোলে মুক্তি নয় ,

এ হবে বাঙালির আরেক পরাজয় !

মুজিবের নিঃশর্ত মুক্তিই হবে বাঙালির বিজয় "।

যত বড় ঝড় ,বড় বড় প্রলয়

সাহসীকতায় তুমিই করেছ জয়।


পনেরোই আগষ্ট বিশ্বাসঘাতকের কাছে প্রাণ ভিক্ষে নয় ,

মৃত্যুর আলিঙ্গনে ভালোবেসে করেছ আমৃত্যু বিজয় ।

তুমি শেখ ফজিলাতুননেসা , বঙ্গবন্ধুর মহানায়িকা ,আমাদের জননী বঙ্গমাতা ।


মাগো , আমরা তোমার কাছে চির ঋণী, স্মরণ করি ,

ঘাতকের দল কবরের চিহ্নটুকুও রাখেনি ,

দু‘হাতে ভোরের কুয়াশা সরিয়ে-চোখের নদীতে ভাসি আর বত্রিসের ধূলো কণা ছুঁয়ে জিয়ারত করি,

ওই আকাশ পানে!


৮ই আগষ্ট, ২০২৩



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭