কালার ইনসাইড

হাসপাতালে‌ ভর্তি ‘বডিগার্ড’ পরিচালক সিদ্দিক ইসমাইল


প্রকাশ: 08/08/2023


Thumbnail

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের অন্যতম ব্যবসা সফল সিনেমা ‘বডিগার্ড’-এর পরিচালক সিদ্দিক ইসমাইল।

মঙ্গলবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন মালয়ালাম ইন্ডাস্ট্রির পরিচালক সিদ্দিক ইসমাইল। অবস্থার অবনতি ঘটতেই দ্রুত তাকে হাসপাতলে ভর্তি করা হয়। বর্তমানে পরিচালকের অবস্থা আশঙ্কাজন।

জানা গেছে, হাসপাতালে পরিচালক সিদ্দিক ইসমাইলকে একমো সাপোর্টে রাখা হয়েছে। বুধবার তার শারীরিক অবস্থা এবং চিকিৎসার পরিকল্পনা নিয়ে মিটিং হবে। সেখানেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

১৯৮৯ সালে মালয়ালাম ছবি ‘রামজি রাও’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি হয় সিদ্দিক ইসমাইলের। এরপর তিনি মালয়ালাম ইন্ডাস্ট্রিকে একাধিক সফল সিনেমা উপহার দিয়েছেন। পাশাপাশি বলিউডেও কাজ করেছেন এই পরিচালক। ২০১১ সালে তার পরিচালনায় ‘বডিগার্ড’ সিনেমাটি মুক্তি পায়। এতে অভিনয় করেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল ছবিটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭