ইনসাইড গ্রাউন্ড

সাকিব-মিরাজরা বিশ্বকাপে বড় ভূমিকা রাখবে: হেরাথ


প্রকাশ: 09/08/2023


Thumbnail

ভারত বিশ্বকাপে ট্রাম্প কার্ড হতে পারেন স্পিনাররা। কারণ বরাবরই উপমহাদেশের মাটিতে স্পিনাররা বাড়তি সুবিধা পায়। সেক্ষেত্রে বাংলাদেশের বোলিং লাইনআপে আছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজের মতো অভিজ্ঞ স্পিনাররা। তাই টাইগারদের স্পিন ইউনিট নিয়ে আশাবাদী বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

হেরাথ বলেন, 'বিশ্বকাপে স্পিনাররা বড় প্রভাব ফেলবে। সাকিব, মেহেদির সঙ্গে আরও কিছু স্পিনার থাকবে স্কোয়াডে। আমি নিশ্চিত, তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সামর্থ্য তাদের আছে। এসব নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আমাদের অনুশীলন ক্যাম্প চলবে। আমি নিশ্চিত আগামী কয়েক সপ্তাহে ক্যাম্পটি দারুণভাবে এগোবে।'

তিনি আরও বলেন, 'সব কিছু মূলত পরিস্থিতির ওপর নির্ভর করে। কে প্রথম পাওয়ার প্লেতে বোলিং করতে পারে, কে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বোলিং করতে পারে। সেদিক থেকে আমার মনে হয়, সব স্পিনারই বিশ্বকাপে বড় প্রভাব রাখবে।'

বিশ্বকাপের মতো বড় আসরে অনেক চ্যালেঞ্জ থাকবে। সেগুলো আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবেলা করতে পারলেই সফলতা পাওয়া সম্ভব এমনটাই ধারণা হেরাথের, 'বিশ্বকাপে যে কোনো সময় আবেগি সময় আসতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় সঠিকটাই নিতে হবে। আমরা সবাই বিশ্বকাপ জয়ের দিকে তাকিয়ে আছি। যেটা বললাম, আমাদের একটি একটি ম্যাচ ধরে এগোতে হবে। ইমোশনাল হওয়া চলবে না। আমাদের ট্যাকটিক্যাল হতে হবে এবং মন থেকে ভালো সিদ্ধান্ত নিতে হবে।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭