ইনসাইড বাংলাদেশ

আদনান হত্যায় গ্রেপ্তার আরও তিনজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/03/2017


Thumbnail

স্কুলছাত্র আদনান কবীর হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে বুধবার রাতে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- রাজন মোহাম্মদ হৃদয়, শাকিল সরকার ও ফখরুল ইসলাম শ্রাবণ।তাদেরকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে। রিমান্ডের আবেদন করা হবে বলেও জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ঐ মামলায় এর আগে আরও দশজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ‌্যে কয়েকজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে।

উল্লেখ্য, উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান ৬ জানুয়ারি সন্ধ্যায় খুন হয়। ছেলের মৃত্যুর পর আদনানের বাবা মো. কবির হোসেন উত্তরা পশ্চিম থানায় নয়জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয় কিশোর-তরুণদের গ্রুপ ‘ডিসকো বয়েস’ এর সঙ্গে ‘নাইনস্টার’ এর দ্বন্দ্বে ওই হত্যাকাণ্ড হয় বলে পুলিশি বরাতে জানা যায়।


বাংলা ইনসাইডার/আরএস/এসএফ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭