ইনসাইড পলিটিক্স

সংবিধান মেনে যেকোনো শর্তে রাজি আওয়ামী লীগ: আমু


প্রকাশ: 12/08/2023


Thumbnail

সংবিধান অনুযায়ী দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান মেনে যেকোনো শর্ত মানতে রাজি  আওয়ামী লীগ। তবে বিএনপি সংবিধানকে পাকিস্তানি কায়দা ফিরিয়ে নিতে চায়। তারা সংবিধান মেনে নির্বাচন আসতে চায় না। তাদের সংবিধান মেনেই নির্বাচনে আসতে হবে।  

শনিবার (১২ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব  কথা বলেন। 

আমির হোসেন আমু বলেন, পাকিস্তানের প্রেতাত্মা বিএনপি শেখ হাসিনার বিরুদ্ধে নয়; আন্দোলন করছেন দেশের বিরুদ্ধে। নির্বাচন ছাড়াই যারা ক্ষমতায় এসেছিল, তারাই এখন নির্বাচন এবং গণতন্ত্রের কথা বলছে। 

‘পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়’ খালেদা জিয়ার এমন বক্তব্য টেনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য কোন কোন শিশু এবং পাগলকে বিএনপি ঠিক করেছে তাও জানতে চেয়েছেন আওয়ামী লীগের এ প্রবীণ নেতা। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। তিনি বলেন, ৫২ বছর পরেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে চাইছে। দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও বিরোধিতা করেছিল। 

মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থন নিয়ে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন।

অলোচনা সভায় জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী, গণ-আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য কমরেড লুৎফর রহমান, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আলী ফারুকী বক্তব্য দেন। আলোচনা সভা সঞ্চালনা করেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইমুম হক।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭