ওয়ার্ল্ড ইনসাইড

ভুয়া ডাক্তারিতে ১১ বছর পার!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/03/2017


Thumbnail

কেমন হবে যদি জানতে পারেন যার কাছে চিকিৎসা নিচ্ছেন তিনি চিকিৎসকই নন? তাও ১১ বছর পর।

এমনটাই ঘটেছে অস্ট্রেলিয়ায়। ভারত থেকে আসা শ্যাম আচার্য্য নামের এক ব্যক্তি গত ১১ বছর ধরে ডাক্তারি করেছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে।

সারাঙ চিতালে নামে অন্য একজন ভারতীয় ডাক্তারের পরিচয় এবং শিক্ষাগত যোগ্যতার নথিপত্র চুরির অভিযোগ আনা হয়েছে তার নামে।

ভুয়া ডাক্তার শ্যাম আচার্য্য ২০০৩ সালে থেকে ২০১৪ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার চারটি হাসপাতালে কাজ করেছেন। যার মধ্যে দুটি হাসপাতাল ছিল সিডনি শহরে। এমনকি তিনি সেখানে নাগরিকত্বও পেয়েছেন।

নিউ সাউথ ওয়েলস স্বাস্থ্য বিভাগের উপ সচিব ক্যারেন ক্রশো জানিয়েছেন আচার্য্য হাসপাতালের জুনিয়ার ডাক্তার হিসেবে কাজ করেছেন তাই তার সব কাজকর্ম তদারকি করা হতো। আচার্য্যর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কখনই কোন অভিযোগ ছিল না।

এই ভুয়া ডাক্তার কিভাবে নাগরিকত্ব পেয়েছে তা অস্ট্রেলিয়ার পুলিশ এখন তদন্ত করে দেখছে। তবে ইতোমধ্যে তিনি অস্ট্রেলিয়া থেকে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।


বাংলা ইনসাইডার/এসএফ/আইএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭