ইনসাইড গ্রাউন্ড

রোনালদোর জোড়া গোলে প্রথম শিরোপা জিতল আল নাসর


প্রকাশ: 13/08/2023


Thumbnail

সৌদিতে আল নাসরের জার্সিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতলেন পর্তুগিজ ফরোয়ার্ড। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ইতিহাসে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতল আল নাসর। টুর্নামেন্টে প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়নের স্বাদ পেল তারা। তাও আবার ১০ জন নিয়ে খেলে অতিরিক্ত সময়ে।

শনিবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর ফাইনালে স্বদেশি ক্লাব আল হিলালকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ইতিহাসে এটি তাদের প্রথম শিরোপা। এবারের আগে কখনো প্রতিযোগিতাটির ফাইনালেও উঠতে পারেনি প্রো লিগের ক্লাবটি।

এদিন ম্যাচের ৫১ মিনিটে পিছিয়ে পড়ে রোনালদো-সাদিও মানেরা। আল-হিলালের মাইকেল গোল করে এগিয়ে নেন দলকে। ৭১ মিনিটে আব্দুল্লাহ আল-আমরি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। বাকি সময় ১০ জন নিয়ে খেলে তারা।

এর তিন মিনিট পরই গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর ১, আল হিলাল ১। এরপর নব্বই মিনিটের খেলা সমতায় শেষের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। একজন কম নিয়ে খেলে ৯৮তম মিনিটে আবারও রোনালদোর গোল। আল নাসর ২, আল হিলাল ১। ঘটনার এখানেই শেষ নয়।

কিছুক্ষণ পর লাল কার্ড দেখেন আল নাসর কোচ, ছেড়ে যান ডাগআউট। ম্যাচের ১১৪তম মিনিটে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যেতে হয় রোনালদোকেই।

শনিবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে এভাবেই একের পর এক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে রোনালদোর আল নাসরকে।

আর এত সব বাধা–বিঘ্নতার পথ মাড়িয়েই শেষ পর্যন্ত আল হিলালকে ২–১ গোলে আল হিলালকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছে আল নাসর। কিংস কাপ নামে পরিচিত ৪২ বছরের পুরোনো এই টুর্নামেন্টে আল নাসরের এটি প্রথম শিরোপা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭