ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামে পাহাড় কেটে রাস্তা , ডিসির অভিযান


প্রকাশ: 13/08/2023


Thumbnail

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার বায়েজিদ সংযোগ সড়কের পাশের এলাকায় পাহাড় কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

 

শনিবার (১২ আগস্ট) উত্তর পাহাড়তলী মৌজা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক। এসময় পাহাড়খেকোরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে আকবর শাহ থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

 

 

তিনি বলেন, শনিবার সকালে সড়ক দিয়ে ফৌজদারহাট থেকে শহরে যাওয়ার সময় পাহাড় কেটে রাস্তা বানানোর বিষয়টি জেলা প্রশাসকের (ডিসি) দৃষ্টিগোচর হয়। তিনি তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার নির্দেশ দেন। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় অভিযুক্তরা ততক্ষণে পালিয়ে গেছেন। তবে মোট ১৭ জন পাহাড় কাটার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। তাদের বিরুদ্ধে আকবর শাহ থানায় নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

পাহাড় কাটায় জড়িতরা হলেন- মো. আকবর হোসেন, জাফর আহামদ মজুমদার, মোহাম্মদ হাছান আহাম্মদ, মোহাম্মদ আইয়ুব মিঞা, এস. এম নুরুন্নবী, সৈয়দা মাসকুরা আক্তার, মোছাম্মৎ জেবুন্নাহার খানম, মোছাম্মৎ শকিনা আক্তার চৌধূরী, মো. সোহরাব হোসেন, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ নাসির উদ্দিন, মো. ফরিদ মিঞ্চা, আবুল মনসুর, হাজী নুর আহাম্মদ রোড, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ হামিদ, ডা. শামীমা আকতার।

 

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, লিংক রোডের পাশে দৃশ্যমান জায়গায় পাহাড় কেটে অবৈধভাবে রাস্তা নির্মাণ করছে একটি চক্র। দ্রুততার সঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। পাহাড় কাটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। ইতোমধ্যেই যারা পাহাড় কেটেছে তাদের বিরুদ্ধে মামলার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭