ওয়ার্ল্ড ইনসাইড

অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইকোওয়াসের জরুরি বৈঠক


প্রকাশ: 13/08/2023


Thumbnail

পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) নাইজার নিয়ে তাদের জরুরি বৈঠক স্থগিত করেছে। শনিবার ঘানার রাজধানী আক্রায় এ বৈঠক হওয়ার কথা ছিল। ‘কৌশলগত কারণ’ দেখিয়ে এই বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

এর আগে নাইজারে সাংবিধানিক ব্যবস্থা ফেরাতে ইকোওয়াসের সদস্যদেশগুলো গত বৃহস্পতিবার নাইজারে সশস্ত্র সামরিক অভিচান চালানোর অনুমোদন দিয়েছিল। সেই লক্ষ্যে অভিযান পরিচালনায় ২৫ হাজার সেনা সমাবেশ নিয়ে নাইজারে ঢোকার পরিকল্পনা ছিল তাদের। যত দ্রুত সম্ভব ‘স্ট্যান্ডবাই’ বাহিনী মোতায়েনেরও সিদ্ধান্ত হয়েছিল।

গত ২৬ জুলাই নাইজারের সামরিক বাহিনী নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে সরিয়ে ক্ষমতা দখল করে। অভ্যুত্থানে জড়িত সামরিক কর্মকর্তাদের বাজোমকে ক্ষমতায় পুনর্বহাল করতে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিল ইকোওয়াস। সময়সীমা পার হওয়ার পর সামরিক হস্তক্ষেপের ঘোষণা দেয় আঞ্চলিক জোটটি।

এদিকে ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপের ঘোষণায় অভ্যুত্থানের সমর্থক কয়েক হাজার মানুষ নাইজারের রাজধানী নিয়ামেতে শুক্রবার বিক্ষোভ করেছেন। রাজধানীর কাছে অবস্থিত ফ্রান্সের বিমানঘাঁটির সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন অনেকে। এ সময় তাদের ‘ফ্রান্স নিপাত যাক’ স্লোগান দিতে দেখা যায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭